আল বাকারা

সূরা নং: ২, আয়াত নং: ১৮২

তাফসীর
فَمَنۡ خَافَ مِنۡ مُّوۡصٍ جَنَفًا اَوۡ اِثۡمًا فَاَصۡلَحَ بَیۡنَہُمۡ فَلَاۤ اِثۡمَ عَلَیۡہِ ؕ  اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ٪

উচ্চারণ

ফামান খা-ফা মিম্মূছিন জানাফান আও ইছমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইছমা ‘আলাইহি ইন্নাল্লা-হা গাফূরুর রাহীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

হাঁ কারও যদি আশংকা হয়, ওসিয়তকারী অন্যায় পক্ষপাতিত্ব বা গুনাহের কাজ করবে আর সে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার কোনও গুনাহ হবে না। ১২৮ নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১২৮. অর্থাৎ কোনও ওসিয়তকারী যদি বেইনসাফী করতে চায় আর কেউ তাকে বুঝিয়ে-সমঝিয়ে মরার আগে সেই ওসিয়ত সংশোধন করে দিতে প্রস্তুত করে, তা জায়েয হবে।
﴾﴿