আল বাকারা

সূরা নং: ২, আয়াত নং: ১৭০

তাফসীর
وَاِذَا قِیۡلَ لَہُمُ اتَّبِعُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰہُ قَالُوۡا بَلۡ نَتَّبِعُ مَاۤ اَلۡفَیۡنَا عَلَیۡہِ اٰبَآءَنَا ؕ اَوَلَوۡ کَانَ اٰبَآؤُہُمۡ لَا یَعۡقِلُوۡنَ شَیۡئًا وَّلَا یَہۡتَدُوۡنَ

উচ্চারণ

ওয়াইযা-কীলা লাহুমুত্তাবি‘ঊ মাআনঝালাল্লা-হু কা-লু বাল নাত্তাবি‘ঊ মা আলফাইনা ‘আলাইহি আ-বাআনা-আওয়ালাও কা-না আ-বাউহুম লা-ইয়া‘কিলূনা শাইআওঁ ওয়ালা-ইয়াহতাদূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

যখন তাদেরকে (কাফিরদেরকে) বলা হয়, আল্লাহ যে বাণী নাযিল করেছেন তার অনুসরণ কর, তখন তারা বলে, না, আমরা তো কেবল সে সকল বিষয়েরই অনুসরণ করব, যার উপর আমরা আমাদের বাপ-দাদাকে পেয়েছি। আচ্ছা! যখন তাদের বাপ-দাদা (দ্বীনের) কিছুমাত্র বুঝ-সমঝ রাখত না, আর তারা কোনও (ঐশী) হিদায়াতও লাভ করেনি, তখনও কি (তাদের অনুসরণ করা উচিত)? ১১৮

তাফসীরে মুফতি তাকি উসমানী

১১৮. বোঝা যাচ্ছে, পূর্বপুরুষগণ যদি আসমানী হিদায়াতপ্রাপ্ত হয় এবং সে সম্পর্কে ভালো জ্ঞান-বুদ্ধি রাখে, তবে সেই হিদায়াতের অধিকারী হওয়ার লক্ষ্যে তাদের অনুসরণ দূষণীয় নয়। সুতরাং এ আয়াত মাযহাবের ইমামগণের অনুসরণকে নিষিদ্ধ করছে না। -(-অনুবাদক)
﴾﴿