আল বাকারা

সূরা নং: ২, আয়াত নং: ১৭১

তাফসীর
وَمَثَلُ الَّذِیۡنَ کَفَرُوۡا کَمَثَلِ الَّذِیۡ یَنۡعِقُ بِمَا لَا یَسۡمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً ؕ صُمٌّۢ بُکۡمٌ عُمۡیٌ فَہُمۡ لَا یَعۡقِلُوۡنَ

উচ্চারণ

ওয়া মাছালুল্লাযীনা কাফারূ কামাছালিলযী ইয়ান‘ইকু বিমা-লা-ইয়াছমা‘ঊ ইল্লা-দু‘আআওঁ ওয়া নিদাআন সুম্মুম বুকমুন ‘উমইউন ফাহুম লা-ইয়া‘কিলূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

যারা কুফর অবলম্বন করেছে, (সত্যের দাওয়াতের ব্যাপারে) তাদের দৃষ্টান্ত ঠিক এ রকম, যেমন কোনও ব্যক্তি এমন কিছুকে (পশুকে) ডাকে, যা হাঁক-ডাক ছাড়া আর কিছুই শোনে না। তারা বধির, মূক, অন্ধ। সুতরাং তারা কিছুই বোঝে না। ১১৯

তাফসীরে মুফতি তাকি উসমানী

১১৯. অর্থাৎ তারা সত্য শোনে না, সত্য বলে না এবং সত্যের পথ দেখে না। কাজেই শ্রবণশক্তি, বাকশক্তি ও দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও তারা পশুর মত। পশুর মতই তারা ভালো-মন্দে পার্থক্য করতে পারে না। এ অবস্থায় তাদেরকে যে ব্যক্তি ঈমানের দিকে ডাকে, তার ডাক হবে পশুকে ডাকার মত, যে কেবল শব্দই শোনে, কিন্তু তার মর্ম বোঝে না। -(-অনুবাদক)
﴾﴿