আল বাকারা

সূরা নং: ২, আয়াত নং: ১৬৯

তাফসীর
اِنَّمَا یَاۡمُرُکُمۡ بِالسُّوۡٓءِ وَالۡفَحۡشَآءِ وَاَنۡ تَقُوۡلُوۡا عَلَی اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ

উচ্চারণ

ইন্নামা-ইয়া’মুরুকুম বিছছূ ই ওয়াল ফাহশা-ই ওয়া আনতাকূলূ‘আলাল্লা-হি মা-লা-তা‘লামূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

সে তো তোমাদেরকে অন্যায় ও অশ্লীল কাজ করতে এবং আল্লাহ সম্পর্কে এমন কথা বলতেই আদেশ করে, যা তোমরা জান না। ১১৭

তাফসীরে মুফতি তাকি উসমানী

১১৭. অর্থাৎ আদেশ করে যে, শর‘ঈ বিধিবিধান ও মাসলা-মাসায়েল নিজেদের পক্ষ থেকে তৈরি করে নাও, এমনকি আকীদা-বিশ্বাসের ক্ষেত্রেও কুরআন-সুন্নাহের বিপরীতে মনগড়া মতামত প্রকাশ-প্রচার কর ও সেই অনুযায়ী চল (তাফসীরে উছমানী অবলম্বনে)। -(-অনুবাদক)
﴾﴿
সূরা আল বাকারা, আয়াত ১৭৬ | মুসলিম বাংলা