আল হিজ্‌র

সূরা নং: ১৫, আয়াত নং: ৮০

তাফসীর
وَلَقَدۡ کَذَّبَ اَصۡحٰبُ الۡحِجۡرِ الۡمُرۡسَلِیۡنَ ۙ

উচ্চারণ

ওয়া লাকাদ কাযযাবা আসহা-বুল হিজরিল মুরছালীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

হিজরবাসীগণও রাসূলগণকে অস্বীকার করেছিল।%# ০%#

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩০. ‘হিজর’ হল ছামুদ জাতির বাসভূমি, মদীনা ও শামের মাঝখানে অবস্থিত। এখনও তার ধ্বংসাবশেষ পথিকদের দৃষ্টিগোচর হয়। এখানে হযরত সালেহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠানো হয়েছিল। এ জাতির ঘটনাও সূরা আরাফে (৭ : ৭৩-৭৯) চলে গেছে। তাদের অবস্থা জানার জন্য সংশ্লিষ্ট আয়াতসমূহ ও তার টীকা দেখুন।
﴾﴿