আল হিজ্‌র

সূরা নং: ১৫, আয়াত নং: ৭৯

তাফসীর
فَانۡتَقَمۡنَا مِنۡہُمۡ ۘ  وَاِنَّہُمَا لَبِاِمَامٍ مُّبِیۡنٍ ؕ٪

উচ্চারণ

ফানতাকামনা-মিনহুম । ওয়া ইন্নাহুমা-লাবিইমা-মিম মুবীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

ফলে আমি তাদের থেকেও প্রতিশোধ নিয়েছি। উভয় সম্প্রদায়ের বাসভূমি প্রকাশ্য রাজপথের পাশে অবস্থিত। ২৯

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৯. উভয় বলতে হযরত লূত আলাইহিস সালাম ও হযরত শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের বসতি দু’টিকে বোঝানো হয়েছে। যেমন উপরে বলা হয়েছে, হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় বাস করত মৃত সাগরের আশেপাশে আর হযরত শুআইব আলাইহিস সালামের বাসভূমি ‘মাদয়ান’-ও জর্দানেই অবস্থিত ছিল। শামের যাতায়াত পথে আরববাসী এ জনপদ দু’টির উপর দিয়েই আসা-যাওয়া করত।
﴾﴿