আল হিজ্‌র

সূরা নং: ১৫, আয়াত নং: ৩২

তাফসীর
قَالَ یٰۤـاِبۡلِیۡسُ مَا لَکَ اَلَّا تَکُوۡنَ مَعَ السّٰجِدِیۡنَ

উচ্চারণ

কা-লা ইয়াইবলীছুমা-লাকা আল্লা-তাকূনা মা‘আছ ছা-জিদীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আল্লাহ বললেন, হে ইবলিস! তোমার কি হল যে, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না?
﴾﴿