আল হিজ্‌র

সূরা নং: ১৫, আয়াত নং: ৩১

তাফসীর
اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ اَبٰۤی اَنۡ یَّکُوۡنَ مَعَ السّٰجِدِیۡنَ

উচ্চারণ

ইল্লাইবলীছা আবাআইঁ ইয়াকূনা মা‘আছছা-জিদীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

ইবলিস ব্যতীত। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল।
﴾﴿