আল ইখলাস

সূরা নং: ১১২, আয়াত নং: ৩

তাফসীর
لَمۡ یَلِدۡ ۬ۙ  وَلَمۡ یُوۡلَدۡ ۙ

উচ্চারণ

লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ।

অর্থ

মুফতী তাকী উসমানী

তার কোন সন্তান নেই এবং তিনিও কারও সন্তান নন

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪. যারা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলত অথবা হযরত ঈসা আলাইহিস সালাম বা হযরত উযায়ের আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলত, এ আয়াত দ্বারা তাদেরকে রদ করা হয়েছে।