আল হুমাযাহ

সূরা নং: ১০৪, আয়াত নং: ৩

তাফসীর
یَحۡسَبُ اَنَّ مَالَہٗۤ اَخۡلَدَہٗ ۚ

উচ্চারণ

ইয়াহছাবুআন্না মা-লাহূআখলাদাহ।

অর্থ

মুফতী তাকী উসমানী

সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করে রাখবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২. বৈধ পন্থায় অর্থ-সম্পদ উপার্জন করলে কোন গুনাহ নেই। কিন্তু তাতে এত বেশি আসক্ত হয়ে পড়া যে, সর্বক্ষণ তা গুণতে থাকবে, এটা কিছুতেই পছন্দনীয় নয়। কেননা সম্পদের এমন মোহ মানুষকে গুনাহের কাজে উৎসাহিত করে। তাছাড়া সম্পদের ভালোবাসা যখন কারও উপর এভাবে সওয়ার হয়ে যায়, তখন সে মনে করে তার সব সমস্যার সমাধান সম্পদ দ্বারাই হয়ে যাবে। ফলে সে মৃত্যু ও আখেরাত সম্বন্ধে সম্পূর্ণ গাফেল হয়ে যায় এবং দুনিয়াদারীর এমন সব পরিকল্পনা হাতে নেয়, যাতে মনে হয় সে চিরদিন বেঁচে থাকবে; তার অর্থ-সম্পদ তাকে অমর করে রাখবে।
﴾﴿
সূরা আল হুমাযাহ, আয়াত ৬১৮২ | মুসলিম বাংলা