সূরা
পারা

Loading verses...

অন্যান্য

অনুবাদ
তেলাওয়াত

সূরা আল হুমাযাহ (الـهمزة) | পরনিন্দাকারী

মাক্কী

মোট আয়াতঃ ৯

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

وَیۡلٌ لِّکُلِّ ہُمَزَۃٍ لُّمَزَۃِۣ ۙ ١

ওয়াইলুলিলকুল্লি হুমাঝাতিল লুমাঝাহ ।

বহু দুঃখ আছে প্রত্যেক এমন ব্যক্তির, যে পেছনে অন্যের বদনাম করে (এবং) মুখের উপরও নিন্দা করে।

তাফসীরঃ

১. কারো পেছনে বদনাম করাকে গীবত বলে। সূরা হুজুরাত (৪৯ : ১২)-এ একে অত্যন্ত ন্যাক্কারজনক পাপ বলা হয়েছে। কাউকে তার মুখের উপর নিন্দা করলে মনে দুঃখ পায়। এটাও অনেক বড় গুনাহ।

الَّذِیۡ جَمَعَ مَالًا وَّعَدَّدَہٗ ۙ ٢

আল্লাযী জামা‘আ মা-লাওঁ‘ওয়া ‘আদ্দাদাহ।

যে অর্থ সঞ্চয় করে ও তা বারবার গুণে দেখে।

یَحۡسَبُ اَنَّ مَالَہٗۤ اَخۡلَدَہٗ ۚ ٣

ইয়াহছাবুআন্না মা-লাহূআখলাদাহ।

সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করে রাখবে।

তাফসীরঃ

২. বৈধ পন্থায় অর্থ-সম্পদ উপার্জন করলে কোন গুনাহ নেই। কিন্তু তাতে এত বেশি আসক্ত হয়ে পড়া যে, সর্বক্ষণ তা গুণতে থাকবে, এটা কিছুতেই পছন্দনীয় নয়। কেননা সম্পদের এমন মোহ মানুষকে গুনাহের কাজে উৎসাহিত করে। তাছাড়া সম্পদের ভালোবাসা যখন কারও উপর এভাবে সওয়ার হয়ে যায়, তখন সে মনে করে তার সব সমস্যার সমাধান সম্পদ দ্বারাই হয়ে যাবে। ফলে সে মৃত্যু ও আখেরাত সম্বন্ধে সম্পূর্ণ গাফেল হয়ে যায় এবং দুনিয়াদারীর এমন সব পরিকল্পনা হাতে নেয়, যাতে মনে হয় সে চিরদিন বেঁচে থাকবে; তার অর্থ-সম্পদ তাকে অমর করে রাখবে।

کَلَّا لَیُنۡۢبَذَنَّ فِی الۡحُطَمَۃِ ۫ۖ ٤

কাল্লা-লাইউমবাযান্না ফিল হুতামাহ।

কক্ষণও নয়। তাকে তো এমন স্থানে নিক্ষেপ করা হবে, যা চূর্ণ-বিচূর্ণ করে ফেলে।

وَمَاۤ اَدۡرٰىکَ مَا الۡحُطَمَۃُ ؕ ٥

ওয়ামাআদরা-কা মাল হুতামাহ।

তুমি কি জান সেই চূর্ণ-বিচূর্ণকারী জিনিস কী?

نَارُ اللّٰہِ الۡمُوۡقَدَۃُ ۙ ٦

না-রুল্লা-হিল মূকাদাহ

তা আল্লাহর প্রজ্বলিত আগুন।

الَّتِیۡ تَطَّلِعُ عَلَی الۡاَفۡـِٕدَۃِ ؕ ٧

আল্লাতী তাত্তালি‘উ আলাল আফইদাহ।

যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে

اِنَّہَا عَلَیۡہِمۡ مُّؤۡصَدَۃٌ ۙ ٨

ইন্নাহা-‘আলাইহিম মু’সাদাহ

নিশ্চয়ই তা তাদের উপর আবদ্ধ করে রাখা হবে।

فِیۡ عَمَدٍ مُّمَدَّدَۃٍ ٪ ٩

ফী ‘আমাদিম মুমাদ্দাদাহ ।

যখন তারা (আগুনের) লম্বা-চওড়া স্তম্ভসমূহের মধ্যে (পরিবেষ্টিত) থাকবে।

তাফসীরঃ

৩. আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। জাহান্নামে আগুনের শিখা হবে লম্বা-চওড়া স্তম্ভের মত এবং তা চারদিক থেকে জাহান্নামীদেরকে এমনভাবে ঘিরে রাখবে যে, তাদের বের হওয়ার কোন পথ থাকবে না।