আল হুমাযাহ

সূরা নং: ১০৪, আয়াত নং: ৪

তাফসীর
کَلَّا لَیُنۡۢبَذَنَّ فِی الۡحُطَمَۃِ ۫ۖ

উচ্চারণ

কাল্লা-লাইউমবাযান্না ফিল হুতামাহ।

অর্থ

মুফতী তাকী উসমানী

কক্ষণও নয়। তাকে তো এমন স্থানে নিক্ষেপ করা হবে, যা চূর্ণ-বিচূর্ণ করে ফেলে।
﴾﴿
সূরা আল হুমাযাহ, আয়াত ৬১৮৩ | মুসলিম বাংলা