আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৮১৭৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যিনি উত্তর দিবেন আমার কথা গুলো ভাল ভাবে খেয়াল করবেন
প্রশ্ন -হাদিসে আছে যে কোরবানীর গোশত তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া! এখন আমার কথা হচ্ছে আমাদের গ্রামের মানুষজনেরা আন্দাজ করে দিয়ে দেই যেমন ধরুন আমরা গোশত কাটি আর সকাল থেকেই গরিবরা আসতে থাকে আমরাও দিতে থাকি এভাবেই আমাদের এলাকার পাশের এলাকার সব গরিবরাই গোশত পায়! কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান আলেমরা বলতে থাকে মে আন্দাজ করে দেওয়া ঠিক না মেপে দেওয়া উত্তম এইজন্য এখন কিছু মানুষ সকালে বাড়ির গেইট বন্ধ করে দেই গরিবরা এসে খালি হাতে ফিরে যেতে হয় এখন কি গরিবদের এভাবে ফিরিয়ে দেওয়া কি ঠিক? আগে আমরা আন্দাজ করেই দিতাম ঠিকই কিন্তু আমরা এক তৃতীয়াংশ এর বেশি দিতাম কিন্তু আপনাদের বাড়াবাড়ির জন্য এখন গরিবরা কষ্ট পাচ্ছে! এই প্রসঙ্গে আপনি কোরআন হাদীস থেকে সমাধান দিন!!!!!
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
২৩ আগস্ট, ২০২১
ব্রাহ্মণবাড়িয়া