আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১৮৩৩৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হুজুর আমি আনসার বাহিনীতে অঙ্গীভূত আনসার হিসেবে কমরত আছি অঙ্গীভূত আনসার হিসেবে যেমন ধরেন বিভিন্ন পতিষঠান তথা বিদ্যুত,গাস,সিমেন্ট,সার কারখানা,ফলিত পুষ্টি গবেষণা এবং সোনালি ও জনতা ব্যাংকে আনসার গাড হিসেবে চাকরি করা যায় এবং আমরা যে পতিষঠান এ চাকরি করি সে পতিষঠান থেকে আমাদের বেতন ভাতা দেওয়া হয় অথাত বাহিনী নিজ তহবিল থেকে দেয় না এমতাবস্থায় অন্য গাড এ চাকরির সুযোগ সতেও অফিসের মাধ্যমে বদলি হয়ে সোনালি অথবা জনতা ব্যাংক এ চাকরি করলে হালাল হবে যেহেতু আপনারা বলেন সুদী বাংক এ চাকরি জায়েজ না এবং এ থেকে পাওয়া বেতন বৈধ কিনা দয়া করে জানাবেন বর্তমানে আমি জনতা ব্যাংক এ চাকরি করি এবং এ থেকে বদলি হওয়ার সুযোগ আছে এখন আমি কি করব বলে দেন ধনবাদ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
১০ মে, ২০২২
জগন্নাথপুর
১৮২০০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শায়েখ আমার প্রশ্নটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমি বিয়ে করতে চাইনা । বিয়ের ব্যাপারে আমার এক প্রকার অনীহা কাজ করে । আমি জানি বিয়ে করা খুবই জরুরি, আর ইসলাম ও বিয়ের ব্যাপারে অনেক তাগিদ দিয়েছে, কিন্তু আমি চাই একা একাই আমার জীবন কাটিয়ে দিতে । আমি কি ইসলামের অন্যসব বিধান মেনে বিয়ে ছাড়াই জীবন অতিবাহিত করতে পারবো ? এ ব্যাপারে ইসলাম কি বলে ? বিয়ে না করলে কি আমার কোনো প্রকার গোনাহ হবে ? বা বিয়ে না করলে কি জাহান্নামী হতে হবে ?

কেউ যদি জানে যে, তিনি সন্তান জন্মদানে অক্ষম, কখনোই বাবা হতে পারবে না । - এ কারণে বিয়ে না করার সিদ্ধান্ত নিলে কি সিদ্ধান্তটা যথার্থ ?

দুঃখিত জনাব আমি অনেক প্রশ্ন করে ফেলেছি । কিন্তু আমার বিষয়টা বিস্তরভাবে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। দয়াকরে বিস্তারিতভাবে উত্তর দিলে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকবো । জাযাকাল্লাহ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৯ মে, ২০২২
الرياض, Riyadh, Riyadh Region, Saudi Arabia
১৭৮৬৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক সময় অনলাইনে দেখি সুরা ফাতিহা ৩ বার পড়লে আল-কুরআন ১ বার খতমের সওয়াব হয়। (তফসীরে মাযহারী ১ম, পৃ ১৫)।

সুরা ইখলাস ৩ বার পড়লে ১ খতমের সওয়াব হয়। (সহিহ বুখারী ২য়, পৃ ৬৫০)।

সুরা ইয়াসিন ১ বার পড়লে ১০ খতম এর সওয়াব হয়। (সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৬)।

সুরা কাফিরুন ৪ বার পড়লে খতমের সওয়াব হয়। (সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৭)।

সুরা যিলযাল ২ বার পড়লে ১ খতমের সওয়াব হয়। (সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৭)।

সুরা ক্বদর ৪ বার পড়লে ১ খতমের সওয়াব হয়। (দুররে মনসুর ৬ষ্ট, পৃ ৬৮০)।

আয়তুল কুরসী ৪ বার পড়লে ১ খতমের সওয়াব হয়। (তফসীরে মাযহারী ২য় খন্ড, পৃ ৩১)।

সুরা নসর ৪ বার পড়লে ১ খতমের সওয়াব হয়। (সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৭)।

সুরা আদিয়াত ২ বার পড়লে ১ খতমের সওয়াব হয়। (দুররে মনসুর ৬ষ্ট, পৃ ৬৯৫)।
এই রেফারেন্স গুলো কি ঠিক আছে? আর ঠিক থাকলে এভাবে সুরা গুলো পড়লে কোরআন খতমের সাওব পাব?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
৪ মে, ২০২২
H৮৭৭+৭J - العجبان - أبو ظبي - الإمارات العربية المتحدة (AE)