আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১৮৬৪৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
স্বপ্নের তাবির জানতে চাই,
একদিন দেখলাম আমাকে দাপন করা হয়েছে, আর আমি চিৎকার করে বলতেছি এখনি কেনো আমাকে আর একটু সময় দাও সন্তানদের কে একটা ফয়সালা করি, ওদের জন্য কিছু করা হয়নি এখনোও অনেক বাকি ওরা কয় যাবে এইভাবে জেগে উঠলাম, ।

নিজেকে প্রায় ই এখন মৃত লাশের মত কাপনে মোড়ানো অবস্থায় আবিস্কার করি।

আবার কখনোও নিজেকে মক্কা মদিনার দিকে যেতে দেখি।

আবার কখনোও নিজেকে নামাজের ইমামতিতে।

ইদানীং খুব আশ্চর্যজনক স্বপ্ন দেখছি।

তবে ঘুমে বা জেগে চোখ বন্ধ করলেই কাপনের কাপড়ে মোড়ানো অবস্থায় আবিস্কার করতেছি

সত্যি অনেক ভয় কাজ করতেছে ইদানীং অনেক অনেক ভয়

কি হতে পারে এই স্বপ্ন গুলোর তাবির
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৩ মে, ২০২২
ভৈরব
১৮৬৪০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর,,আমি একটি বিপদে পড়ে লিখছি,,যদি তারাতাড়ি উত্তর দিতেন,অনেক খুশি হবো,,, আমার জীবনে আমি কোনদিন সুদ খাওয়া দেওয়া করিনি,,,কারন আল্লাহ তায়ালা বলছেন সুদখোর জাহান্নামি,,সেই ভয়ে আমি সুদ দেওয়া নেওয়া থেকে বিরত,, কিন্তু আমার কিছু ধার দেনা ছিলো,,যা একেবারে পরিশোধ করার সামর্থ আমার নেই,,,কিন্তু এই ধার দেনার জন্য আমি ঠিক মত নামাজ টাও পড়তে পারি না,,নামাজে দাড়ালেই ধার দেনার কথা মনে হয়,,বলতে পারেন আমি এই ধার দেনার জন্য খুব অশান্তি তে আছি,,এখন আমি চাচ্ছিলাম একটা লোন তুলে ধার দেনা পরিশোধ করে দিবো,,তার পর মাসে মাসে কিস্তি দিবো,,এছাড়া আর কোন উপায় দেখতেছি না,,যদিও জানি লোন নিলে সুদ দিতেই হবে,,এই সুদের ভয়ে আমি কোনদিন ব্যাংক একাউন্ট বা ডিপিএস করিনি,, এখন আমার করনিয় কি??? আমি কি লোন নিয়ে ধার দেনা পরিশোধ করতে পারি হুজুর??? প্লিজ হুজুর একটা উপায় বের করে দেন প্লিজ প্লিজ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
২১ মে, ২০২২
দিনাজপুর
১৮৬০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,
আমি একটি দোকানে চাকরি করি। সারাদিনের হিসাব রাতে মালিক কে বুজিয়ে দেই এবং সারাদিন এর খরচ ও বুজিয়ে দেই। এই খরচ এর টাকার সাথে আমার নিজের নাস্তা খাওয়ার টাকাও যোগ করে মোট খরচ এতো টাকা এইভাবে হিসাব দেয়া হয়। মালিক আলাদা করে জিজ্ঞেস করে না যে কিভাবে কতো টাকা খরচ হলো এবং আমার এই নাস্তা খাওয়ার টাকার কথা মালিক জানেন না বা ওনি আমাকে এমনটা বলেননি নাস্তা খাওয়ার টাকা লাগলে নেয়ার জন্য। এখন আমার এইভাবে নাস্তার টাকা নেয়াটা জায়েজ হচ্ছে কি বা আমি কোনো অপরাধ করছি কি..?
দয়া করে জানালে খুব উপকৃত হবো।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২১ মে, ২০২২
কংশনগর