প্রশ্নঃ ১৮৫৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, السلام عليكم ورحمة الله وبركاته
আমার মা স্বপ্নে দেখেছেন যে,তিনি মক্কায়, ক্বাবা ঘরের চারপাশে কোমর সমান পানি,পানিটা খুব বেশি পরিষ্কার না।সম্ভবত ঘোলা।তার মধ্যে একজন মহিলা তাওয়াফ করছেন।আর আমার মা, তার সাথে যারা ছিলো তাদের সাথে বলাবলি করছেন যে যত যাই হোক,এই তাওয়াফ কেউ কোনোদিন থামাতে পারবে না।
এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বপ্ন সম্পর্কে প্রথম কথা হলো- স্বপ্ন এক রহস্যময় জগত। আমাদের বাস্তব জীবনের আনেক কিছুই স্বপ্নের সাথে মিলে না। স্বপ্নে আমরা আনেক আনন্দদায়ক জিনিস দেখি কিন্তু বাস্তবে দেখি তার উল্টো।আবার কিছু জিনিস আছে স্বপ্নে বেদনাদায়ক হলেও বাস্তবে সেটা অত্যন্ত অনন্দদায়ক। আমাদের জীবন পদ্ধতি, কাজ-কর্ম, চলা-ফেরা, চিন্তা-চেতনা এবং আচার-অনুষ্ঠানের অনেক ভাবনাই কখনো কখনো স্বপ্ন হিসেবে আমাদের কাছে ফোটে উঠে। মানসিক চাপ, পারিবারিক অশান্তি ইত্যাদীও অনেক সময় স্বপ্নে ধরা দেয়। কাজেই স্বপ্নকে কখনো এরচেয়ে বেশী গুরুত্ব দিবেন না।
সম্মানিত প্রশ্নকারী!
এখন তার জন্য করণীয় হল, ইসলামের প্রত্যেকটি বিধানকে গুরুত্ব সহকারে মেনে চলা । বিশেষকরে সঠিক সময়ে সালাত আদায় করা। ফরজ রোজার এহতেমাম করা, সম্পদ থাকলে হিসেব করে যাকাত আদায় করা এবং হজ ফরজ হলে হজ করা। পর্দাপুশিদা, হালাল-হারাম নির্ণয় করে চলা। অধিনস্ত লোকদের হক আদায় করা। ঋণ থাকলে দ্রুত আদায় করে দেওয়া সাধ্যমতো দান-সদকাহ করা। এক কথায় মানুষ যেহেতু মরণশীল কাজেই নিজেকে সবসময় মৃত্যু পথের যাত্রীভেবে প্রতিনিয়ত মৃত্যুর প্রস্তুতি নেওয়া। হতে পারে আল্লাহ তায়ালা এর মাধ্যমে তাকে আখেরাত সম্পর্কে
সতর্ক ও সচেতন করছেন। এর মধ্যে যদি কোনো খায়ের থাকে তাহলে আল্লাহ তায়ালা তা দান করুন। আর কোনো অকল্যাণ থাকলে তাও দূর করে দিন। আমাদের দুনিয়া ও আখেরাত কল্যাণময় করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন