আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮৫৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, السلام عليكم ورحمة الله وبركاتهআমার মা স্বপ্নে দেখেছেন যে,তিনি মক্কায়, ক্বাবা ঘরের চারপাশে কোমর সমান পানি,পানিটা খুব বেশি পরিষ্কার না।সম্ভবত ঘোলা।তার মধ্যে একজন মহিলা তাওয়াফ করছেন।আর আমার মা, তার সাথে যারা ছিলো তাদের সাথে বলাবলি করছেন যে যত যাই হোক,এই তাওয়াফ কেউ কোনোদিন থামাতে পারবে না।এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?

২৪ মে, ২০২২
Khulna

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




স্বপ্ন সম্পর্কে প্রথম কথা হলো- স্বপ্ন এক রহস্যময় জগত। আমাদের বাস্তব জীবনের আনেক কিছুই স্বপ্নের সাথে মিলে না। স্বপ্নে আমরা আনেক আনন্দদায়ক জিনিস দেখি কিন্তু বাস্তবে দেখি তার উল্টো।আবার কিছু জিনিস আছে স্বপ্নে বেদনাদায়ক হলেও বাস্তবে সেটা অত্যন্ত অনন্দদায়ক। আমাদের জীবন পদ্ধতি, কাজ-কর্ম, চলা-ফেরা, চিন্তা-চেতনা এবং আচার-অনুষ্ঠানের অনেক ভাবনাই কখনো কখনো স্বপ্ন হিসেবে আমাদের কাছে ফোটে উঠে। মানসিক চাপ, পারিবারিক অশান্তি ইত্যাদীও অনেক সময় স্বপ্নে ধরা দেয়। কাজেই স্বপ্নকে কখনো এরচেয়ে বেশী গুরুত্ব দিবেন না।

সম্মানিত প্রশ্নকারী!
এখন তার জন্য করণীয় হল, ইসলামের প্রত্যেকটি বিধানকে গুরুত্ব সহকারে মেনে চলা । বিশেষকরে সঠিক সময়ে সালাত আদায় করা। ফরজ রোজার এহতেমাম করা, সম্পদ থাকলে হিসেব করে যাকাত আদায় করা এবং হজ ফরজ হলে হজ করা। পর্দাপুশিদা, হালাল-হারাম নির্ণয় করে চলা। অধিনস্ত লোকদের হক আদায় করা। ঋণ থাকলে দ্রুত আদায় করে দেওয়া সাধ্যমতো দান-সদকাহ করা। এক কথায় মানুষ যেহেতু মরণশীল কাজেই নিজেকে সবসময় মৃত্যু পথের যাত্রীভেবে প্রতিনিয়ত মৃত্যুর প্রস্তুতি নেওয়া। হতে পারে আল্লাহ তায়ালা এর মাধ্যমে তাকে আখেরাত সম্পর্কে
সতর্ক ও সচেতন করছেন। এর মধ্যে যদি কোনো খায়ের থাকে তাহলে আল্লাহ তায়ালা তা দান করুন। আর কোনো অকল্যাণ থাকলে তাও দূর করে দিন। আমাদের দুনিয়া ও আখেরাত কল্যাণময় করুন। আমিন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৩৭৭৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, اسلام عليكم ورحمةالله وبركته

উত্তর টা খুব Emergency

গত কয়েকমাস আগে আমাদের এলাকার মসজিদের দীর্ঘ দিনের খতিব সাহেব মাওলা আবুল বাশার সাহেব মারা যান,
উনি খুব গভীর ইলম ওয়ালা পরহেজগার আলেম ছিলেন,, ফিকহি মাস'আলা খুব ভাল বুঝতেন।
দীর্ঘ অনেক বছর দ্বীনের খেতমত করেছেন।

এখন আমার প্রশ্ন হচ্ছে

গত দুই রাতের আগের রাতে আমি স্বপ্নে দেখি
হুজুর সাদা টুপি সাদা পাঞ্জাবী পরিহিত অবস্থায় আমাদের কয়েক জনের সাথে একটা দাওয়াতে আসছেন, একদম হাসি মাখা মুখ নিয়ে এবং আমার সাথে মুসাফাহাও করেছেন।

হুজুরের সাথে মুলাকাত করতে চাইলে হুজুর কোনো একটি কারণ দেখিয়ে নিষেধ করেন।।

এখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে??

সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরাম বা মুফতিয়ানে কেরাম কর্তৃক উত্তর আশা করছি।

جزاك الله خيرا فۍ دنياوالاخرة
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৬ ফেব্রুয়ারী, ২০২২
চকরিয়া