প্রশ্নঃ ৯৮০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ইমামের পিছনে নামাজ পড়ার সময় কি কেরাত পড়তে হবে, সহীহ দলিল সহ বলবেন প্লিজ??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেকোনো বিষয়ে প্রশ্ন পাঠানোর আগে অনুগ্রহপূরর্বক সার্চ করে সেই বিষয়ে আগেই উত্তর দেওয়া আছে কি না দেখুন।
নিচের রেফারেন্স উত্তরগুলো দেখুন।ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৫০২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা যখন জামাতে নামাজ পড়ি তো যখন যোহরের নামাজ পড়ি, ইমাম সাহেব তখন ক্বেরাত আস্তে পড়েন, সেই ক্ষেত্রে মুক্বতাদী কি ক্বেরাত পড়বে কিনা? পড়লে কিভাবে পড়বে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হানাফী মাযহাবের ইমামদের ফতোয়া হল ইমামের পিছনে কিরাত পড়া যাবে না।
ফজর, মাগরিব ও ইশা যেসব ওয়াক্তে ইমাম সশব্দে কিরাত পড়েন সেসব নামাযে মুক্তাদি কিরাত পড়ার তো কোনো সুযোগই নেই।
যোহর ও আসরে একই বিধান থাকবে মর্মে হানাফী মাযহাবের ফাতাওয়া।
وَاِذَا قُرِیٴَ الۡقُرۡاٰنُ فَاسۡتَمِعُوۡا لَہٗ وَاَنۡصِتُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ
আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়।
—আল আরাফ - ২০৪
ইসলামের শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পিছনেও কোন কোন সাহাবী কিরাত পড়তেন। অতঃপর ইমামের পিছনে কিরাত পড়া সংক্রান্তঃ বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
প্রশ্নঃ ৫০৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে ফরজ সালাতে ইমাম কেরাত মনে মনে পড়ে সেই সালাতে, এবং মাগরিবের শেষ রাকাত ও এশার শেষ ২ রাকাতে মুক্তাদিণ কি ইমামের পিছনে সুরা ফাতিহা পরবে?? কুরআন ও সুন্নাহ এর আলোকে জানতে চাচ্ছি।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হানাফী মাজহাবের ফতোয়া হলো, ইমামের পিছনে মুক্তাদী কোন ওয়াক্তেই সূরা ফাতিহা অথবা অন্য কোন সূরা পড়বে না। অবশ্য যেই ওয়াক্তে ইমামের কিরাত শোনা যাচ্ছেনা সেই ওয়াক্তে সূরা ফাতিহা মুখে উচ্চারণ না করে মনে মনে পড়তে অসুবিধা নেই।
আল্লাহ তাআলার বানী-
وَاِذَا قُرِیٴَ الۡقُرۡاٰنُ فَاسۡتَمِعُوۡا لَہٗ وَاَنۡصِتُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ
আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়।
—আল আরাফ - ২০৪
হাদীস শরীফের দলীল-
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ الْحَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ كَانَ لَهُ إِمَامٌ فَإِنَّ قِرَاءَةَ الإِمَامِ لَهُ قِرَاءَةٌ " .
জাবীর বিন আবদুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যাদের ইমাম আছে ইমামের কিরাআতই তার কিরাআত।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৮৫০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন