প্রশ্নঃ ৮৯৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
আমরা জানি সুরা ইখলাস কুরআনুল কারিমের এক তৃতীয়াংশ,তিনবার পড়লে এক খতম পড়ার সওয়াব পাওয়া যায়।সুরা ইয়াছিন একবার পড়লে দশ খতমের সওয়াব।আমার প্রশ্ন হলো,পুরো কুরআন পড়ে খতম করা আর সুরা ইখলাস তিনবার পড়ে খতম করার মধ্যে সওয়াবের কোন তারতম্য আছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পুরো কুরআনুল কারীম তিলাওয়াত করলে প্রতিটি হরফে ন্যূনতম ১০ হাসানাহ (নেকী) করে পাওয়া যাবে। শুধু সূরা ইখলাস তিনবার পড়লে ঐ হরফগুলো কোথায় পাবেন?
আপনি কোথাও মেহমান হলেন। আদর-আপ্যায়ন পেলেন। বাড়িতে এসে মায়ের কাছে গল্প করলেন, "ওরা আমাকে জামাই আদরে রেখেছে।"
ওরা ওদের জামাইকে যত আদর আপ্যায়ন করে, আপনার আপ্পায়ন সে সমান হলেও দুয়ের মাঝে যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে তা কারো বুঝতে বাকি নেই।
এই বিষয়টি বুঝলে সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে হাদীস বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন