ইমামের কিরাতই মুক্তাদীর কিরাত
প্রশ্নঃ ৮৯০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামায়াতের নামাজে ইমাম যখন নিঃশব্দে কুরআন পড়বেন তখন কি মুক্তাদিরা কুরআন পড়বে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, নামাজী অর্থাৎ নামাজ পড়ার কাপর ছাড়া পাক বিছানা অথবা মেঝেতে কি নামাজ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
من كان له إمام ، فقراءة الإمام له قراءة
যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাত’ই তার কেরাত বলে গণ্য হবে।
(মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস নং -৩৮২৩)
আর নামাজে সুরাতুল ফাতিহা সহ কুরআনুল কারীম থেকে যা কিছু পড়া হয় সব'ই কেরাতের অন্তর্ভুক্ত। তাই মুক্তাদী উচ্চস্বরের কিরাত বিশিষ্ট নামাজে যেভাবে কোরআন থেকে কিছু পড়বে না, নিঃশব্দে কিরাত বিশিষ্ট নামাজেও কিছু পড়বে না, বরং চুপ থাকবে। কোরআনুল কারিমের আয়াতও এই বিধানকে সমর্থন করে, আল্লাহ পাক রব্বুল আলামীন ইরশাদ করেন-
و اذا قریٴ القران فاستمعوا لهٗ و انصتوا لعلکم ترحمون
আর যখন কুরআন পাঠ করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাক, যাতে তোমরা রহমত লাভ কর।(সূরা আ’রাফ, আয়াত-২০৪)
মোটকথা- জামাতে নামাজ পড়ার সময় ইমাম উচ্চস্বরে কেরাত পড়ুক অথবা নিঃশব্দে কিরাত পড়ুক, উভয় অবস্থায় মুক্তাদী কিছু'ই পড়বে না, বরং চুপ থাকবে।
অপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো- বিছানা অথবা মেঝে যদি পবিত্র হয় তাহলে নামাজের জন্য আলাদা মুসল্লা বা আলাদা কাপড় ছাড়াও নামায আদায় হয়ে যাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন