প্রশ্নঃ ৮৬১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গোসল ফরজ হওয়া অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে কিনা? হাদিস সংক্রান্ত বই পড়া বা ধরা যাবে কিনা?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
গোসল ফরজ হওয়া অবস্থায় যেকাউকে সালাম দেওয়া যাবে, এটা নাজায়েয নয়।
অনুরূপভাবে হাদিস সংক্রান্ত বই পড়া যাবে তবে কুরআনের আয়াত থাকলে তা পড়া বা ধরা যাবে না। সেটা হারাম।
যার ওপর গোসল ফরয তার জন্য কোরআন পাঠ করা নিষেধ। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا
ঋতুবতী নারী ও জুনুব ব্যক্তি (যার ওপর গোসল ফরয) কোরআনের কিছুই পাঠ করবে না। (তিরমিযি ১৩১, ইবনু মাজাহ ৫৯৫)
তবে নাপাক অবস্থায় হাদিস সংক্রান্ত বই না পড়াই শ্রেয়। নাপাক অবস্থায় বেশীক্ষণ না থাকা চাই, প্রথম সুযোগেই গোসল করে পাক হয়ে যাওয়া উচিত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন