আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৪৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমি ঘুমানোর সময় উত্তর দিকে মাথা দিয়ে ডান কাধ হয়ে পশ্চিম দিকে মুখ রাখি,,এভাবে ঘুমোতে ঘুমোতে আমার ডান পাশের কাধ ব্যাথা হয়ে গেছে,,,কিন্তু যখন বাম দিকে মুখ দিয়ে ঘুমোতে যাই তখনই মনে হয় আমি কেবলা থেকে মুখ শরিয়ে নিয়েছি,,,অজানা এক কারনে খারাপ লাগে,,,আমার প্রশ্ন হলো আমি কি বাম কাধ হয়ে পূর্ব দিকে মুখ দিয়ে এবং পশ্চিম দিকে পিছন দিয়ে ঘুমাতে পারবো কি না? এর বিধান কি??

৩১ আগস্ট, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






ডান কাতে শোয়া সুন্নাত। রাসুলুল্লাহ সা. চিৎ বা উপুড় হয়ে ঘুমাতে নিষেধ করেছেন।

হাদীসে এসেছেঃ

حَدَّثَنِي مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ ثُمَّ يَقُولُ ‏"‏ اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا ‏"‏‏.‏ وَإِذَا اسْتَيْقَظَ قَالَ ‏"‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ ‏"‏‏.‏

হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নীচে রাখতেন, তারপর বলতেনঃ হে আল্লাহ! আপনার নামেই মরি, আপনার নামেই জীবিত হই। আর যখন জাগতেন তখন বলতেনঃ সেআল্লাহর জন্য প্রশংসা, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তাঁরই দিকে আমাদের পুনরুত্থান। (সহীহ বুখারী-৬৩১৪)

আর সারাক্ষণ ডান কাতে শোয়াও তো সুন্নত নয়, পার্শ্ব পরিবর্তনের সুযোগ অবশ্যই রয়েছে।

আপনি ঘুমানোর সময় ডান কাতে শোবেন, এরপর ইচ্ছামতো যেভাবে সুবিধা হয় ডান বা বাম কাতে শোয়া যেতে পারে। এটা সুন্নতের খেলাফ হবে না।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৩২২২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
আল্লাহ আপনাদের এই মেহনতকে কবুল করুন।আমার প্রশ্ন হলো:
আমি রাতে যখন ঘুমাই তখন নাকি ঘুমের ভিতর কি যেনো আওয়াজ করে খেতে থাকি।মনে হয় যেনো মুড়ি খেতে আছি।আমাকে অনেক বলছে যারা আমার পাশে ঘুমিয়েছে এবং ঘুমের ভিতরে কথা ও বলি।রাস্তায় হাঁটার সময় ও একা একা কথা বলি।মাঝে মাঝে ঘুমের ভিতরে শরীরে একটা ঝাড়া দেয় যেটা আমি নিজেই টের পাই এটা অনেক টাই প্রস্রাব করতে বসলে যেরকম শরীরে ঝাড়া দেয় সেই রকম। এখন আমি কি করতে পারি।কোনো তদবির লাগলে কার থেকে নিতে পারি বললে উপকৃত হতাম। উল্লেখ্য যে আমি যখন নতুন তাবলীগ এ গেছি।যাওয়ার পরে আল্লাহর দয়ায় যখন পরিবর্তন হয়ে গেলাম তখন এলাকার মানুষ আমার বাপকে বলছে ওর সাথে জিন আসছে।এই বলে এক হুজুর এনে তদবির করাইছে। হুজুর বলতো তার সাথে জিন আছে। কি একটা পড়ত আর সাথে সাথে শরীরে অনেক জোরে ঝাকি দিত। আর বলতো এখন কেউ কথা বলবেন না কারণ এখন জিন আসছে।আসলে ছিলো পুরাই ভন্ডামি।এই বলে পানি ডাব পড়া দিত।আর মাটি পরে দিত সেটা শরীরে মাখতাম এর দ্বারা কি আমার কোনো ক্ষতি হইছে যার জন্য এখন এগুলা হচ্ছে।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২ ফেব্রুয়ারী, ২০২২
কুতুবদিয়া