প্রশ্নঃ ৮৩৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাফ সার্ট হাফ হাতার গেনজী পরে নামাজ পরা কি মাকরুহ কুরআন সুন্নাহ এর আলোকে জানালে ভালো হত।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
হাফ হাতা গেঞ্জি, টি-শার্ট, হাফ শার্ট ইত্যাদি জামা পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে এটা মাকরুহে তানজিহি তথা অপছন্দনীয় কাজ।
নামাজে বান্দা তার স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহর সামনে উপস্থিত হয়। তাই আল্লাহর সামনে নিজেকে বিনয়ী হিসেবে পেশ করা জরুরি। আর উক্ত পোশাকগুলো নামাজের আদব পরিপন্থী পোশাক।
আবার মাকরূহ হবে বলে উক্ত পোশাক পরিধানে অভ্যস্ত ব্যক্তি নামাজই ছেড়ে দিবে এটাও যেন না হয়।
সূত্র : আদ্দুররুল মুখতার : ১/৬৪০; রদ্দুল মুহতার : ১/৬৪১; ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত : ৩/৫১৭, ৫১৯ (ফাতওয়া আলমগিরি:১/১০৬ , কিতাবুল ফাতাওয়া:২/২১৭)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন