আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮২৮৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামুআলাইকুম জনাব,“জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র” ---এটি কি সহিহ নাকি জাল হাদিস!দয়া করে জানাবেন।

২২ আগস্ট, ২০২১
চাঁদপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






উক্ত বক্তব্যটির আরবী ইবারত হল,

مداد العلماء افضل من دماء الشهداء

শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম।

উক্ত বক্তব্যটির বিষয়ে মুহাদ্দিসীনে কেরামের মন্তব্য–

১- মোল্লা আলী কারী রহঃ বলেন, কেউ কেউ বলেন, এর কোন ভিত্তি নেই, অথবা এটি জাল। {আলআসরারুল মারফুআ, বর্ণনা নং-৩০৩।

২- আল্লামা মারয়ী আলকারমী রহঃ বলেন, এটি আসলে হযরত হাসান বসরী রহঃ এর বক্তব্য। {আলফাওয়ায়েদুল মাউজুআ, বর্ণনা নং-১০৭}

৩- আল্লামা যারকানী রহঃ বলেন, এটি হাসান বসরী রহঃ এর বক্তব্য। এটিকে মারফূ বলা মওজু। {মুখতাসারুল মাকাসিদ, বর্ণনা নং-৯২৬}

৪- আল্লামা ইবনুল জাওযী রহঃ বলেন, এটি হাদীস নয়। {আলইলালুল মুতানাহিয়া-১/৮০}

মুহাদ্দিসীনদের উল্লেখিত বক্তব্য দ্বারা একথাই প্রমানিত হয় যে, উক্ত বক্তব্যটি মূলত হযরত হাসান বসরী রহঃ এর কথা হাদীস নয়। তাই এটিকে রাসূল সাঃ এর হাদীস বলা জায়েজ হবে না।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন