আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সন্তান লাভের আমল

প্রশ্নঃ ৮২২০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সন্তান হচ্ছেনা। সন্তান হওয়ার জন্য কিছু আমল দিন

১ অক্টোবর, ২০২৩
Nanupur

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা।
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর এবং দৈনিক ন্যূনতম দু'রাকাত সালাতুল হাজত পড়ে পড়ে আল্লাহ তায়ালার কাছে সন্তান চেয়ে দোয়া করতে থাকুন।

নামাজের শেষ বৈঠকে দুরুদ শরীফ পড়ার পর দোয়া মাসুরার সঙ্গে নিম্নোক্ত আয়াতগুলো দোয়ার উদ্দেশ্যে পড়তে পারবেন। অথবা নামাজের পরেও দেখে দেখে আয়াতগুলো দোয়ার উদ্দেশ্যে পড়বেন।

সন্তান হওয়ার জন্য আমল:

رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

‘হে আমাদের প্রতিপালক ! আমাদের জন্যে এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান কর যারা হবে আমাদের জন্যে নয়নপ্রীতিকর এবং আমাদেরকে কর মুত্তাকীদের জন্যে অনুসরণযোগ্য।
—আল ফুরকান - ৭৪

فَہَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۙ

সুতরাং তুমি তোমার নিকট হতে আমাকে দান কর উত্তরাধিকারী,
—মারইয়াম - ৫

رَبِّ لَا تَذَرۡنِیۡ فَرۡدًا وَّاَنۡتَ خَیۡرُ الۡوٰرِثِیۡنَ ۚۖ

‘হে আমার প্রতিপালক ! আমাকে একা রেখ না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী।’
—আল আম্বিয়া - ৮৯

رَبِّ ہَبۡ لِیۡ مِنَ الصّٰلِحِیۡنَ . فَبَشَّرۡنٰہُ بِغُلٰمٍ حَلِیۡمٍ

‘হে আমার প্রতিপালক! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান কর।’
এরপর আমি তাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম।
—আস ছাফ্‌ফাত - ১০০-১০১

وَلَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ مِنۡ سُلٰلَۃٍ مِّنۡ طِیۡنٍ ۚ . ثُمَّ جَعَلۡنٰہُ نُطۡفَۃً فِیۡ قَرَارٍ مَّکِیۡنٍ ۪ . ثُمَّ خَلَقۡنَا النُّطۡفَۃَ عَلَقَۃً فَخَلَقۡنَا الۡعَلَقَۃَ مُضۡغَۃً فَخَلَقۡنَا الۡمُضۡغَۃَ عِظٰمًا فَکَسَوۡنَا الۡعِظٰمَ لَحۡمًا ٭  ثُمَّ اَنۡشَاۡنٰہُ خَلۡقًا اٰخَرَ ؕ  فَتَبٰرَکَ اللّٰہُ اَحۡسَنُ الۡخٰلِقِیۡنَ ؕ

আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান হতে,
এরপর আমি একে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে;
পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাক-এ, এরপর আলাক্কে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থি-পঞ্জরে ; এরপর অস্থি-পঞ্জরকে ঢাকিয়া দেই গোশ্ত দিয়ে; অবশেষে একে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ্ কত মহান!
—আল মুমিনূন - ১২-১৪

আল্লাহ তায়ালা আপনাকে নেক সন্তান নসিব করুক। আমীন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন