প্রশ্নঃ ৮১২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
প্রশ্ন: অপরিচিত কাউকে ভাই ও বোন ডাকা যাবে কি?
একজন বলল ডাকা নিষেধ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অপরিচিত ব্যক্তি যদি মুমিন-মুসলমান হয় অবশ্যই তাকে "ভাই" ডাকা যাবে। আর তিনি যদি নারী হয়ে থাকেন অবশ্যই তাকে "বোন" ডাকা যাবে।
এই মর্মে কুরআনুল কারীমে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ اِخۡوَۃٌ فَاَصۡلِحُوۡا بَیۡنَ اَخَوَیۡکُمۡ وَاتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ٪
মু’মিনগণ পরস্পর ভাই ভাই ; সুতরাং তোমরা ভ্রাতৃগণের মধ্যে শান্তি স্থাপন কর আর আল্লাহ্কে ভয় কর, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও।
—আল হুজরাত - ১০
হাদীস শরীফের বর্ণনা দেখুন-
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ " تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ
‘আবদুল্লাহ্ ইব্নু ‘আম্র রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
এক ব্যক্তি আল্লাহর রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞেস করল, ‘ইসলামের কোন্ কাজ সবচেয়ে উত্তম?’ তিনি বললেনঃ তুমি লোকদের খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে।
—সহিহ বুখারী, হাদিস নং ২৮
আমাদের সমাজে অপরিচিত ব্যক্তিদেরকে "মামা" ডাকার যে প্রচলন শুরু হয়েছে এর ভয়াবহ পরিণতি আমাকে শংকিত করে তুলছে। কয়েক বছরের ব্যবধানে এখন প্রশ্ন এসে গেল অপরিচিত ব্যক্তিকে "ভাই" ডাকা যাবে কিনা?
আল্লাহ তাআলা আমাদের ঈমান-আমল ও আমাদের ইসলামী ঐতিহ্য সংরক্ষণ করার তৌফিক নসীব করুন। আমীন
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন