সুদ দেয়ার শর্তে কিস্তিতে টাকা নেয়া
প্রশ্নঃ ৮০৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আমার প্রশ্ন হল যে, আমার একজন পরিচিত ভাই তিনি জানতে চেয়েছেন আমার নিকটে, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে,তা---সেই ভাই একটা ব্যবসা শুরু করার জন্য ৪০ হাজার টাকা শুদের মাধ্যমে কিস্তি করে এবং সেই ব্যাবসার মাধ্যমে সেই লোক বর্তমান সময়ে তার ব্যাবসার অনেক টাকা পয়সা আয় হচ্ছে, এখন তিনি জানতে আমাকে জিজ্ঞেস করল আমি এখন আমার সেই শুধের টাকা গুলো কি ভাবে আমি হালাল করবো, সেই ব্যক্তি কি এখন ৪০হাজার টাকা সোয়াবের নিয়ত করা ছাড়া কাউকে দান করে দিলে কি তার হারামের গুণাহ আল্লাহ তায়ালা ক্ষমা করে তার টাকা ও ব্যাবসা কি হালাল হবে কি না দয়া করে আমাকে উত্তর দিয়ে উপকৃত করবেন ইংশা---আল্লাহ , হুজুর আপনার উত্তরের অপেক্ষায় রইলাম,।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামী শরীয়তে সুদ গ্রহণ করা, সুদ দেয়ার উভয়টিই হারাম। সুদ দেয়া-নেয়া উভয়টির ওপর আল্লাহ তাআলার অভিশাপ রয়েছে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ اشْتَرَى غُلاَمًا حَجَّامًا فَقَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الْكَلْبِ، وَكَسْبِ الْبَغِيِّ، وَلَعَنَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ وَالْمُصَوِّرَ.
আবূ জুহাইফাহ হতে রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম রক্তের মূল্য, কুকুরের মূল্য ও যিনাকারীর উপার্জন গ্রহণ করতে নিষেধ করেছেন। আর তিনি সুদ গ্রহীতা, সুদদাতা, অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি অঙ্কণকারী আর যে তা করায় এবং ছবি নির্মাতাকে অভিশাপ করেছেন।
—সহীহ বুখারী, হাদীস নং ৫৯৬২
প্রশ্নের বর্ণনায় বোঝা যাচ্ছে আপনার বন্ধু সুদ দেয়ার শর্তে কিস্তিতে টাকা নিয়েছেন। আপনার বন্ধু সুদ দিয়েছেন। সুদ নিয়ে ব্যবসা শুরু করেননি।
অতএব তার মালিকানাধীন সম্পত্তি থেকে ৪০ হাজার টাকা দান করা জরুরি নয়। বরং তিনি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত লজ্জিত হয়ে কায়মনোবাক্যে তওবাহ-ইস্তেগফার করবেন এবং আল্লাহ তাআলার গজব থেকে বাঁচার জন্য নিজের সামর্থের আলোকে দান সদকাহ করবেন।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ، وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ ".
হযরত আনাস বিন মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন “দান প্রতিপালকের ক্রোধ দূরীভূত করে, সর্বপ্রকার কুমরণ থেকে রক্ষা করে।”
—সুনানে তিরমিজী, হাদীস নং ৬৬৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন