প্রশ্নঃ ৭৬১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
যদিও প্রশ্নটিই খুব লজ্জা দায়ক তবুও জেনে আমল করার জন্য প্রশ্নটিই করছি।
নাভির নিচের পশম গুলো নাভির ঠিক কতটুকু নিচ থেকে পরিষ্কার করতে হয়?
একেবারে নাভির শুরু থেকে নাকি কিছু অংশ নিচে থেকে? জানতে পারলে মেহেরবানি হয়।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
( ওয়ালাইকুমুস সালাম )
ইতিমধ্যে এ বিষয়ে উত্তর দেয়া হয়েছে. যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা আগে সার্চ অপশনে খুঁজে দেখুন। উত্তরটি নিচে সংযুক্ত করা হল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৪০২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহনাভির নিচের পশম কোথা থেকে কাটতে হবে নাভির ছিদ্রের নিচে পশম শুরু হয় সেখান থেকে কাটতে হবে? আর কতটুকু করতে হবেআমি নাভির ছিদ্র থেকে আরও নিচে নেমে সেখান থেকে শুরু করি কাটি।এ বিষয়ে বিস্তারিত বললে উপকৃত হব
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নাভির নিচ থেকে গোপন অঙ্গের পশম মুণ্ডন করবে। ডানে বামে দুই উরুর গোড়া পর্যন্ত, নিচের দিকে লজ্জাস্থানের আশপাশসহ পরিস্কার করবে।
(নারীরা এসব পশম মুন্ডন করবে না। বরং উপড়ে ফেলবে। যারা মাসআলা না জানার কারণে আগে মুন্ডন করে অভ্যস্ত হয়ে গেছে, তারা এখন উপড়াতে অপারগ হলে মুন্ডন করতে পারবে।)
যে সকল পুরুষের নাভির নিচ থেকে পশম নেই। তাদের লজ্জাস্থানের কাছাকাছি যে পশমগুলো অন্যান্য পশম থেকে ভিন্নতর দেখায়, সেগুলো কাটলেই চলবে।
উল্লেখ্য : এই পশমগুলো যত্রতত্র ফেলবে না। বাথরুমে ফেলবে না। বরং দাফন করে দেয়ার চেষ্টা করবে। কেননা এগুলো লজ্জাস্থানে হওয়ার কারণে সতরের অন্তর্ভুক্ত।
آدَابُ الاِسْتِحْدَادِ:
9 - تَكَلَّمَ الْفُقَهَاءُ عَلَى آدَابِ الاِسْتِحْدَادِ فِي ثَنَايَا الْكَلاَمِ عَلَى الاِسْتِحْدَادِ، وَخِصَال الْفِطْرَةِ، وَالْعَوْرَةِ. فَقَالُوا: يُسْتَحَبُّ أَنْ يَبْدَأَ فِي حَلْقِ الْعَانَةِ مِنْ تَحْتِ السُّرَّةِ، كَمَا يُسْتَحَبُّ أَنْ يَحْلِقَ الْجَانِبَ الأَْيْمَنَ، ثُمَّ الأَْيْسَرَ، كَمَا يُسْتَحَبُّ أَنْ يَسْتَتِرَ، وَأَلاَّ يُلْقِيَ الشَّعْرَ فِي الْحَمَّامِ أَوِ الْمَاءِ، وَأَنْ يُوَارِيَ مَا يُزِيلُهُ مِنْ شَعْرٍ وَظُفُرٍ (4) .
الموسوعة الفقهية
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন