প্রশ্নঃ ৭৫৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল কুরআন ও পূর্ণ তাফসীর ইবনে কাসীর এর কোন বাংলা অনুবাদ সবচেয়ে ভালো হবে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
*কুরআন মাজীদের অনুবাদের ক্ষেত্রেঃ
ক- মাওলানা মুহিউদ্দিন খান অনূদিত মাআরেফুল কুরআন আপনি পড়তে পারেন।
যেটি সাউদী বাদশাহর পৃষ্ঠপোষকতায় প্রকাশিত হয়েছে।
এখন দেশীয় ছাপায়ও সেটি পাওয়া যায়।
খ- তাফসীরে তাওযীহুল কুরআন (১-৩ খণ্ড)
মুলঃ মুফতী তাকী উসমানী।
মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম ছাহেব অনূদিত। এটি সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ কুরআন মাজীদের চমৎকার অনুবাদ। আপনি এটা পড়তে পারেন।খুব উপকৃত হবেন।
গ- ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত কুরআন মাজীদের অনুবাদ।
**কুরআন মাজীদের তাফসীরের ক্ষেত্রেঃ
ক- ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত তাফসীরে ইবনে কাসীর রহঃ আপনি পড়ুন।
খ- ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত তাফসীরে মারেফুল কুরআনও (১-৮ খণ্ড) আপনি পড়ুন।
মুলঃ মুফতি মুহাম্মদ শফী (রহঃ)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন