প্রশ্নঃ ৭৫৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Assalamu alaikum , আমার প্রশ্ন হল মানুষ তো এমন ভাবে শিরকে লিপ্ত হবে যেভাবে অন্ধকার রাতে কালো পাথরের উপর পিপঁড়া হেঁটে যায় , তাই আমার প্রশ্ন হলো , আমাদের আমলনামায় শিরক আসে কিনা কিভাবে বুঝবো?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সূক্ষ্ম ও ক্ষুদ্রতম শিরক হল লৌকিকতা, খ্যাতি ও নাম-যশ কুড়ানোর জন্য ইবাদত করা।
এই শিরক বুঝার উপায় হল প্রকাশ্যে যে ইবাদত যত্নের সঙ্গে করা হয়, একই ইবাদত গোপনে করার সময় যদি সে পরিমাণ যত্ন না থাকে, তবে বুঝে নিতে হবে ঐটা ছিল লোকদেখানো। এটা হল দায়সারা গোছের। এখানে কিছুটা শির্কের সম্ভাবনা থেকে যায়।
আল্লাহ তাআলা আমাদেরকে প্রকাশ্য ও গোপন সব ধরনের শিরক থেকে হেফাজত করেন। খাঁটি ঈমান, শিরক মুক্ত ঈমান, রিয়া মুক্ত আমল নসীব করেন। ইখলাস নসীব করেন। আমীন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন