প্রশ্নঃ ৭১৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, السلام عليكم ورحمة الله.
জনাব, আপনার কাছে একটি প্রশ্নঃ
আমরা ব্যাচেলর (১৫_২০জন) একসাথে বাসায় জামাতে নামাজ আদায় করি। আমরা শুধু ফজরের নামাজ ব্যাতিত বাকি চার ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি।জোহরের নামাজের সময় তা কাজা পড়ে নেই।ফজরের সময় না উঠতে পারায় জামাতে নামাজ পড়তে পারি না।
এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, প্রতিদিন ফজরের নামাজ কাজা হওয়া একজন ইমামের পিছনে মুক্তাদিদের নামাজ হবে কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে ইমাম প্রতিদিন ফজরের নামায কাযা করে পড়েন, তার পিছনে নামায পড়া জায়েয হবে কিনা?
এই প্রশ্ন করার আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিদিন ফজর নামায নিজেরা কাযা করা জায়েয হবে কিনা?
সালাত নষ্ট করা মারাত্মক কবীরাহ গুনাহ। এ প্রসঙ্গে কুরআনুল কারীম ঘোষণা করছে-
فَخَلَفَ مِنۡۢ بَعۡدِہِمۡ خَلۡفٌ اَضَاعُوا الصَّلٰوۃَ وَاتَّبَعُوا الشَّہَوٰتِ فَسَوۡفَ یَلۡقَوۡنَ غَیًّا ۙ
এদের পরে এলো অপদার্থ পরবর্তীরা, তারা সালাত নষ্ট করল ও লালসা-পরবশ হল। সুতরাং এরা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে,
—মারইয়াম - ৫৯
তাই সবাই উদ্যোগী হোন। সবাই মোবাইলে এলার্ম দিয়ে রাখুন। ওয়াক্তমত ফজর নামায জামাআতে আদায় করুন।
আল্লাহ তা'আলা আমাদের সকলকে আল্লাহর এই গুরুত্বপূর্ণ হুকুমের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক নসীব করুক। আমীন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন