মেহরাব কি মসজিদের অন্তর্ভুক্ত?
প্রশ্নঃ ৭১০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মেহরাব কি মসজিদের অন্তর্ভুক্ত? ইমাম কি মসজিদে দাড়াবে নাকি মেহরাবে দাঁড়াবে? বিস্তারিত বলবেন!
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কিছু কিছু মানুষের ধারণা, মেহরাব মসজিদের অংশ নয়। তাদের এ ধারণা ঠিক নয়। বর্তমান সময়ের মেহরাব মসজিদের অন্তর্ভুক্ত। -শরহুল মুনইয়া ৩৬১; আলবাহরুর রায়েক ২/২৬; রদ্দুল মুহতার ১/৬৪৬
বর্তমানে মসজিদগুলোর মেহরাব মসজিদের মেঝের বরাবর থাকে এবং তা মসজিদেরই অংশ। তাই এ সময়ের মসজিদগুলোতে ইমাম মেহরাবের ভিতর দাঁড়িয়ে নামায পড়াতে পারবেন। এতে নামায মাকরূহ হবে না। তবে মুসল্লীদের জায়গার সমস্যা না থাকলে অহেতুক বিতর্ক এড়াবার জন্য একেবারে মেহরাবের ভেতরে ঢুকে দাঁড়ানোর চেয়ে অন্তত এক কদম পিছনে সরে দাঁড়ানো ভাল। আর জায়গা সংকুলান না হলে ভেতরে ঢুকেও দাঁড়াতে পারবেন। এতে নামাযের কোনো ক্ষতি হবে না।
জেনে রাখা দরকার যে, মেহরাব মসজিদেরই অংশ। এটিকে মসজিদের বাইরের মনে করা ঠিক নয়। (মাসিক আলকাউসার)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন