প্রশ্নঃ ৭০৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সাত মাসের প্রেগন্যান্ট। আলট্রাসাউন্ড রিপোর্টে বলেছে আমার ছেলে বাচ্চা হবে।কিন্তু আমার মেয়ে বেবির খুব শখ এখন আমি কি মেয়ে বাচ্চার জন্য দোয়া করতে পারব? মানে আমি কি মেয়ে বাচ্চা চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারব? আর বাচ্চা যেন সুস্থ ও নেককার হয় এরজন্য কোন আমল থাকলে প্লিজ সাজেস্ট করুন। অগ্রিম জাযাকাল্লাহ খাইরান।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
স্বাস্থ্যগত বিভিন্ন চিকিৎসার প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসনোগ্রাম করেছেন ভালো কথা। কিন্তু অনাগত সন্তান ছেলে না মেয়ে হবে এই বিষয়ে কেন জিজ্ঞাসা করতে গেলেন?
যাই হোক আপনি আপনার আকাঙ্ক্ষার কথা আপনার আল্লাহকে বলুন।
ও আল্লাহ! আমার তো মেয়ে বাচ্চার শখ, তুমি আমাকে একটি ফুটফুটে সুন্দর, সুস্থ ও নেককার মেয়ে সন্তান দাও।
সন্তান নেককার হওয়ার জন্য করণীয়-
বাচ্চা নেক হওয়ার জন্য বেশ কয়েকটি বিষয় করণীয় আছে-
হালাল খাদ্য খাওয়া। হারাম ও অন্যায় থেকে বেঁচে থাকা।
নামাযগুলো যত্নের সাথে ওয়াক্তমত আদায় করা।
প্রতিদিন নূন্যতম দু'রাকা'আত সালাতুল হাজত পড়ে পড়ে নেক সন্তানের জন্য দোয়া করা।
পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর সুরাতুল ফাতিহা, আয়াতুল কুরসী, সূরা ফালাক, সূরা নাস, দুরুদ শরীফ পড়ে নিজেদের গায়ে ফু দেয়া।
বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করা। সম্ভব হলে সূরা ইউসুফ এবং সূরা মারইয়াম তিলাওয়াত করা।
খাদ্যতালিকায় দুধ, ডিম, কলা, খেজুর, মধু, কালোজিরা ইত্যাদি রাখা।
রাতে ইশার পূর্বে খাবার দাবার শেষ করা।
ইশার নামাযের পর অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়া।
সকালে না ঘুমিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করার চেষ্টা করা।
গর্ভকালীন মায়ের পরিচর্যা ও প্রসব পরবর্তী সন্তান লালন পালন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পড়ুন-
হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ লিখিত "তা'লীমুল নিসা"।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন