প্রশ্নঃ ৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,  আমার চাচার উপর প্রতি বছর প্রায় ৮৫হাজার টাকা যাকাত আসে। যা তিনি নিয়মিত আদায় করে থাকেন। এই বছর এক প্রসঙ্গে চাচাকে জিজ্ঞাসা করলাম, এই টাকা তিনি কোথায় কোথায় ব্যয় করেন? তিনি বললেন, যাকাতের এই টাকা দিয়ে আগে রফিকের (আমার চাচাত ভাই) মাদরাসার বেতন ও কিতাব ক্রয় ইত্যাদিতে ব্যয় করি। বাকি যা থাকে গরিবদেরকে দান করে দেই।  মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, নিজ ছেলেকে যাকাত দেয়া কি জায়েয আছে? ছেলের জন্য ব্যয় করলে কি আমার চাচার যাকাত আদায় শরিয়তসম্মত হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নিজের ছেলেকে যাকাত দেয়া জায়েয নয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচা যাকাতের নিয়তে ছেলের জন্য যা ব্যয় করেছেন তা দ্বারা যাকাত আদায় হয়নি। ঐ পরিমাণ টাকা যাকাতের নিয়তে গরিব-মিসকীনকে দিয়ে দিতে হবে।
প্রকাশ থাকে যে, নিজের পিতা-মাতা ও ঊর্ধ্বতনগণ এবং সন্তানাদি ও তাদের অধস্তন ছেলে মেয়েকে যাকাত দেয়া যায় না। এবং স্বামী-স্ত্রী পরস্পরকে যাকাত দিতে পারে না। যাকাত শরীয়তের গুরুত্বপূর্ণ ফরয। আপনার চাচার কর্তব্য কোনো বিজ্ঞ আলেম থেকে যাকাতের জরুরি মাসায়েল এবং এর খাতসমূহ জেনে
নিয়ে সে অনুযায়ী আমল করা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
