প্রশ্নঃ ৬৮৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আইয়্যামুল বীয এর অর্থ কি?
আইয়্যামুল বীয বলতে কি প্রতি আরবি মাসের 13 14 15 তারিখে নফল রোজা থাকা কে বুঝায়?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইতিমধ্যে এ বিষয়ে উত্তর দেয়া হয়েছে. যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা আগে সার্চ অপশনে খুঁজে দেখুন। উত্তরটি নিচে সংযুক্ত করা হল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৬৩৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহএ্যাপসের প্রবেশর পর দেখতে পেলাম ২৬/২৭/২৮ তে আইয়্যামুল বীয এইদিন রোজা রাখলে সারাজীবন রোজা রাখার সমান আমল! প্রশ্ন হচ্ছে এর আগে কখনো কোন আলেমের কাছে শুনিনিবিস্তারিতভাবে বললে উপকৃত হবোজাযাকাল্লাহ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
*আইয়্যামুল বীযের আমল :*
"আইয়্যামুল বীয" অর্থ উজ্জ্বল রাতের দিনগুলো।
চান্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখকে *"আইয়্যামুল বীয"* বলা হয়।
عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: صِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ صِيَامُ الدَّهْرِ، وَأَيَّامُ الْبِيضِ صَبِيحَةَ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ.
জারীর ইব্ন আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত :
তিনি বলেনঃ
প্রত্যেক মাসের তিন দিন সওম (রোযা) পালন করা সারা জীবন সওম (রোযা) পালন করার সমতুল্য।
আর আইয়্যামুল বীয -তের চৌদ্দ এবং পনের তারিখ।
—সুনানু নাসায়ী ২৪২০
শাউয়াল (১৪৪২ হিজরী) মাসের
*আইয়্যামুল বীয*
মোতাবেক
*২৬,২৭,২৮ মে*
*বুধ, বৃহস্পতি ও জুমাবার।*
ঢাকায় কালকে (২৬.০৫.২১ইং)
সাহরীর শেষ সময় ৩:৪২
ইফতার ৬:৪২
🤲🏻 আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক নসীব করুক।
আমাদের সকলকে কবূল করুক।
🤲 আমীন।
✍️ *Ishaque Mahmud*
১২ শাউয়াল ১৪৪২ হিজরী
২৫ মে ২০২১ ঈসায়ী
মঙ্গলবার সকাল ৭:৩৫ (ঢাকা থেকে)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন