প্রশ্নঃ ৬৭১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ছেলে ও মেয়ে সন্তানকে মা কত দিন পর্যন্ত বুকের দুধ পান করাবে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
নিজের গর্ভের সন্তান অথবা অন্য কারো বাচ্চাকে দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা ২৪ মাস। অর্থাৎ দু'বছর। দু'বছর পর ছেলে বা মেয়ে কাউকেই বুকের দুধ খাওয়ানো জায়েয নয়।
আল্লাহ তাআলা বলেন:
وَالۡوَالِدٰتُ یُرۡضِعۡنَ اَوۡلَادَہُنَّ حَوۡلَیۡنِ کَامِلَیۡنِ لِمَنۡ اَرَادَ اَنۡ یُّتِمَّ الرَّضَاعَۃَ ؕ وَعَلَی الۡمَوۡلُوۡدِ لَہٗ رِزۡقُہُنَّ وَکِسۡوَتُہُنَّ بِالۡمَعۡرُوۡفِ ؕ لَا تُکَلَّفُ نَفۡسٌ اِلَّا وُسۡعَہَا ۚ لَا تُضَآرَّ وَالِدَۃٌۢ بِوَلَدِہَا وَلَا مَوۡلُوۡدٌ لَّہٗ بِوَلَدِہٖ ٭ وَعَلَی الۡوَارِثِ مِثۡلُ ذٰلِکَ ۚ فَاِنۡ اَرَادَا فِصَالًا عَنۡ تَرَاضٍ مِّنۡہُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَیۡہِمَا ؕ وَاِنۡ اَرَدۡتُّمۡ اَنۡ تَسۡتَرۡضِعُوۡۤا اَوۡلَادَکُمۡ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ اِذَا سَلَّمۡتُمۡ مَّاۤ اٰتَیۡتُمۡ بِالۡمَعۡرُوۡفِ ؕ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ
মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু' বছর দুধ পান করাবে। (এ সময়কাল) তাদের জন্য, যারা দুধ পান করানাের মেয়াদ পূর্ণ করতে চায়। সভান যে পিতার, তার কর্তব্য ন্যায়সম্মতভাবে মায়েদের খােরপােষের ভার বহন করা। (হা) কাউকে তার সামর্থ্যের বাইরে ক্লেশ দেওয়া হয় না। মাকে তার সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না এবং পিতাকেও তার সন্তানের কারণে নয়। অনুরূপ দায়িত্ব ওয়ারিশের উপরও রয়েছে। অতঃপর তারা (পিতা-মাতা) পারস্পরিক সম্মতি ও পরামর্শক্রমে (দু' বছর পূর্ণ হওয়ার আগেই) যদি দুধ ছাড়াতে চায়, তবে তাতেও তাদের কোন গুনাহ নেই। তােমরা যদি তোমাদের সন্তানদেরকে (কোন ধাত্রীর) দুধ পান করাতে চাও, তাতেও তােমাদের কোন গুনাহ নেই যদি তােমরা ধার্যকৃত পারিশ্রমিক (ধাত্রীমাতাকে) ন্যায়ভাবে আদায় কর এবং তােমরা আল্লাহকে ভয় করে চলাে এবং জেনে রেখ, আল্লাহ তােমাদের যাবতীয় কাজ ভালােভাবে দেখছেন।
—আল বাকারা - ২৩৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন