প্রশ্নঃ ১১৪১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ২ টা প্রশ্ন।
১) আমার হাজব্যান্ড এর নাম মোঃ সোহান আহমেদ। আমি কি আমার মেয়ের নাম মারিয়াম বিনতে আহমেদ রাখতে পারবো?
২) প্রেগনেন্সি চলাকালীন সময়ে ডেলিভারী সহজ করার জন্য আমি কি কোনো খতম দিতে পারবো? কোরআন খতম দিবো কিন্তু আমি অন্য খতমের কথা জানতে চাচ্ছিলাম।
যেমন-কালেমা,আসতাগফিরূল্লাহ অথবা অন্য কোনো জিকির।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. মেয়ের নাম মারিয়াম বিনতে আহমাদ রাখতে পারবেন।
২. হালাল খাদ্য গ্রহণ করুন। পর্দা পুশিদা মেনে চলুন। সকল নিয়মিত আমলগুলো করতে থাকুন। কুরআনুল কারিমের তিলাওয়াত করুন।
সন্তান নেককার হওয়ার জন্য প্রতিদিন সম্ভব হলে একবার করে সূরা মারিয়াম তিলাওয়াত করুন।
সহজে প্রসব হওয়ার জন্য বেশী বেশী দরুদ শরীফ, ইস্তিগফার, দোয়া ইউনুস পড়ুন।
সম্ভব হলে কোন আল্লাহ ওয়ালা মুত্তাকী আলিমের কাছ থেকে সূরা আবাসা এবং সূরা ইনশিক্বাক্ব এর আয়াতগুলোর পানি পড়া নিয়ে সেবন করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন