জানাযার নামাযে তিন তাকবীর দিলে করণীয় কী
প্রশ্নঃ ৬৬৮৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানাজার নামাজে ৪ তাকবীর না দিয়ে ৩তাকবীর দিলে করণীয় কী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জানাযার নামাযে চার তাকবীর দেওয়া ফরয। এই চার তাকবীর নামাযের চার রাকাতের হুকুমে। তাই তিন তাকবীর দেওয়া মানে চার রাকাতের নামায তিন রাকাত পড়া।
জানাজায় তিন তাকবীর দেওয়ার কয়েকটি সূরত হতে পারে।
১۔ যদি ইমাম সাহেব তিন তাকবীর দিয়ে ভুলে সালাম ফিরিয়ে ফেলে, আর মুক্তাদীরা আল্লাহু আকবার বলে পিছন থেকে লোকমা দেয়, তাহলে ঐ নামায অবস্থায় আরেক তাকবীর দিয়ে পুনরায় সালাম ফিরাতে হবে।
২. যদি তিন তাকবীর দিয়ে সালাম ফিরানোর পর কথাবার্তা হয়ে যায়, তাহলে ঐ নামাজ পুনরায় পড়তে হবে।
৩. আর যদি তিন তাকবীর দিয়ে জানাযার নামায পড়ে দাফন করাও হয়ে যায়, তাহলে কবরের সামনে গিয়ে ঐ নামাজ পড়তে হবে। কারণ, কাউকে জানাযা পড়ানো ছাড়া দাফন করা হয়ে গেলে যতদিন তার লাশ ভালো থাকার উপর প্রবল ধারণা হয়, ততদিনের মধ্যে একবার জানাযা পড়া আবশ্যক। আর তিন তাকবীর দিয়ে জানাযা পড়া মানে জানাযাই পড়া হয় নাই। তাই ঐ জানাযা কবরের সামনে গিয়ে পড়তে হবে।
الفتاوى الهندية (1/ 165):
"و لو سلم الإمام بعد الثالثة ناسيًا كبر الرابعة ويسلم، كذا في التتارخانية."
فی الہندیة: وصلاة الجنازة أربع تکبیرات، فإن ترک واحدة منہا لم تجز صلاتہ ۔ (۱/۲۲۵، الجنائز، الفصل: ۵، ط: زکریا)
نمازِ جنازہ میں چار تکبیریں کہنا فرض ہے، اور یہ چار تکبیریں چار رکعات کے قائم مقام ہیں، لہٰذا اگر نمازِ جنازہ میں امام صاحب نے چار کے بجائے تین تکبیریں کہہ کر سلام پھیر دیا تو نمازِ جنازہ نہیں ہوئی، اس نمازِ جنازہ کا اعادہ لازم تھا، اگر دفن کرنے کے بعد یاد آیا کہ تین تکبیرات کہی گئی تھیں تو قبر پر اس وقت تک جنازہ کی نماز پڑھنا لازم ہے جب تک میت کے سڑنے اور پھٹنے کا غالب گمان نہ ہو
https://www.banuri.edu.pk/readquestion/%
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১২৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনৈক ইমাম সাহেব জানাযার নামাযে তিন তাকবীর বলে সালাম ফিরিয়েছেন। নামায শেষে এ নিয়ে বিতর্ক দেখা দিলে ইমাম সাহেব পুনরায় চার তাকবীরের সাথে নামায পড়ান। জানতে চাই, আমাদের প্রথম নামাযই বিশুদ্ধ ছিল কি না? নাকি দ্বিতীয়বার পড়া যথাযথ হয়েছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রথম জানাযায় তিন তাকবীর বলে সালাম ফিরানোর কারণে তা আদায় হয়নি। সুতরাং পরে আবার আদায় করা যথাযথ হয়েছে। প্রকাশ থাকে যে, জানাযা নামাযে চার তাকবীর ফরয। একটি তাকবীর কম হলেও নামায আদায় হবে না। উল্লেখ থাকে যে, জানাযা নামাযে তিন তাকবীরের পর ভুলে সালাম ফিরিয়ে নিলে কথাবার্তা না বলে থাকলে চতুর্থ তাকবীর বলে সালাম ফিরাবে। তাহলে নামায হয়ে যাবে। এক্ষেত্রে পুনরায় তা আদায় করতে হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
প্রশ্নঃ ২৭৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনৈক ইমাম সাহেব জানাযার নামাযে মাত্র তিন তাকবীর বলেই সালাম ফিরিয়েছেন। তাকে জানানোর পর তিনি বলেন, সমস্যা নেই। তাকবীর কম হলে নামায অশুদ্ধ হয় না। কিন্তু মৃতের অভিভাবকগণ এতে সন্তুষ্ট না হয়ে পরের দিন অন্য ইমাম এনে কবরকে সামনে নিয়ে নামায পড়েছে। জানার বিষয় হল, প্রথম জানাযার নামায সহীহ ছিল কি না? আর কবরকে সামনে রেখে দ্বিতীয় নামায পড়া উচিত হয়েছে কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জানাযার নামাযে চার তাকবীর বলা ফরয। একটি তাকবীর কম হলেও নামায আদায় হয় না। প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেব যেহেতু চতুর্থ তাকবীর না বলেই সালাম ফিরিয়েছেন তাই উক্ত নামায সহীহ হয়নি। এক্ষেত্রে দাফনের পূর্বেই পুনরায় সহীহ তরীকায় নামায পড়ে নেওয়া জরুরি ছিল। যেহেতু পড়া হয়নি তাই পরের দিন কবরকে সামনে নিয়ে জানাযার নামায আদায় করা সহীহ হয়েছে। কেননা জানাযা না দিয়ে দাফন করা হলে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে কবরকে সামনে নিয়ে জানাযা পড়ার বিধান রয়েছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন