এক গরুতে একাধিক সন্তানের আকিকা
প্রশ্নঃ ৬৬৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে ছেলের আকিকার জন্য দুইটি বকরি এবং মেয়ের আকিকার জন্য একটি বকরি ধার্য করা হয়েছে। এমতাবস্থায় যদি একটি গরুর দ্বারা দুইজন অথবা তিনজনের আকিকা দেয়া হয় তাহলে সেই আকিকা সহীহ হবে কিনা কোরআন ও হাদিসের দলিল সহ উত্তর জানালে খুব বেশি উপকৃত হব।
মোহাম্মদ ওমর ফারুক।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
একটি গরু বা একটি উটে সাতজন মেয়ের আকীকাহ একসঙ্গে দেয়া যাবে। অথবা তিনটি ছেলে ও একটি মেয়ের আকীকাহ দেয়া যাবে।
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَيْسٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ وَالْجَزُورُ عَنْ سَبْعَةٍ " .
জাবির ইবনু ‘আবদুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ (একটি) গরু সাতজনের পক্ষ হতে এবং (একটি) উট সাতজনের পক্ষ হতে (কুরবানী করা যাবে)।
—সুনানে আবু দাউদ, হাদীস নং ২৮০৮
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَالَ نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ .
জাবির ইবনু ‘আবদুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর সাথে হুদায়বিয়াতে সাতজনের পক্ষ হতে একটি উট এবং সাতজনের পক্ষ হতে একটি গরু কুরবানী করেছি।
—সুনানে আবু দাউদ, হাদিস নং ২৮০৯
সাতজন ভিন্ন ভিন্ন ব্যক্তির কুরবানী যখন একটি প্রাণী দ্বারা দেয়া যায়, সাতজন ভিন্ন ভিন্ন বাচ্চার আকীকাহ একটি প্রাণী দ্বারা কেন দেয়া যাবে না?
উপরন্তু কুরবানী করা ওয়াজিব। আকীকাহ করা মুস্তাহাব ও সুন্নাহ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন