একভাগ কুরবানিতে দুইজন শরীক হওয়ার বিধান
প্রশ্নঃ ৬৪১৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোরবানির পশুতে সাত ভাগের এক ভাগের টাকা দুই ভাই মিলে, আমাদের মায়ের পক্ষ থেকে দিলে কুরবানী হবে কিনা!
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না, এভাবে কুরবানী করলে কুরবানী সহীহ হবে না। কারণ, এখানে এক ভাগে শরীক হচ্ছে একাধিক ব্যক্তি। এক ভাগে একাধিক ব্যক্তি শরীক হলে উক্ত কুরবানী বিশুদ্ধ হয় না। (আদদুররুল মুহতার ৯/৪৫৭)
এটা জায়েজ হবার একটি সূরত এই যে, তাদের একজন অপরজনকে তার টাকার মালিক বানিয়ে দিবে। অতপর তিনি নিজের পক্ষ থেকে কুরবানী করবেন। তাহলে কুরবানী বিশুদ্ধ হবে।
عَنْ جَابِرٍ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ ﷺ مُهِلِّينَ بِالْحَجِّ: «فَأَمَرَنَا رَسُولُ اللهِ ﷺ أَنْ نَشْتَرِكَ فِي الْإِبِلِ وَالْبَقَرِ، كُلُّ سَبْعَةٍ مِنَّا فِي بَدَنَةٍ
জাবির রাযি. থেকে বর্ণিত। তিনি বলেনম, আমরা রাসূল ﷺ-এর সাথে হজ্জের ইহরাম বেঁধে রওনা হলাম। অতঃপর তিনি উট ও গরুতে আমাদের মধ্যে সাতজন করে শরীক হবার (ও কুরবানী করার) নির্দেশ দিলেন। (সহীহ মুসলিম ১৩১৮, ৩০৪৯)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন