ক্রেডিট কার্ডের শরঈ বিধান
প্রশ্নঃ ৬৩৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটি ক্রেডিট কার্ড আছে, এই টা দিয়ে যদি আমি কোন শপিং করি তাহলে কি কোন সমস্যা আছে, কারন আমি এটার বিল ৩০-৪০ দিন পরে দিব, পন্যের দাম যা ছিল তাই দেয়া হবে কোন সুদ দেয়া হবে না, এই পদ্ধতিতে ক্রেডিট কার্ড দিয়ে কিছু ক্রয় করা কি যায়েজ আছে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
ক্রেডিট কার্ডে কেনাকাটায় নির্দিষ্ট মেয়াদের ভিতর দেনা পরিশোধ করলে সুদ লাগে না। এ হিসেবে ক্রেডিট কার্ড এর ব্যবহার জায়েজ আছে। কিন্তু নির্দিষ্ট মেয়াদ অতিবাহিত হওয়ার পর সুদের সাথে সংশ্লিষ্ট হতে বাধ্য। বিধায় কার্ডের পাওনা পরিশোধের ক্ষেত্রে মেয়াদ অতিবাহিত করা জায়েয হবে না।
****
এই কার্ড নিয়ে বিস্তর আলোচনা পর্যালোচনা হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বর্তমান যুগের ফকীদের উত্থাপিত প্রবন্ধ ও সিদ্ধান্তবলীর আলোকে ক্রেডিট কার্ড ব্যবহার করা কিছু শর্ত সাপেক্ষে জায়েয। শর্তগুলো হল-
১. ক্রেডিট কার্ডের সকল বিল ‘মিনিমাম ডিও’ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করে দিতে হবে। কোন টাকা বাকি রাখা যাবে না।
২. কার্ডের মাধ্যমে কোন ক্যাশ অ্যাডভান্স নেয়া যাবে না। কারণ নগদ টাকা উত্তোলনের অর্থই হল ব্যাংক কর্তৃক সুদ আরোপিত হওয়া।
৩. ক্রেডিট কার্ডের মাধ্যমে কখনো কোনভাবেই এমন কারবারে অংশগ্রহণ করা যাবে না, যা সুদের অন্তর্ভুক্ত। যদি কার্ড ইস্যুকারী কর্তৃক নতুন কোন সুযোগ-সুবিধার কথা ঘোষিত হয়- যা মাসআলার দিক থেকে সন্দেহজনক, তবে অবশ্যই সে ব্যাপারে বিজ্ঞ কোন মুফতী থেকে মাসআলা জেনে নিয়ে সে অনুযায়ী আমল করতে হবে।
উপরোক্ত শর্তগুলো পালনে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ক্রেডিট কার্ড নেয়া ও তা ব্যবহার করার অবকাশ শরীয়তে রয়েছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন