প্রশ্নঃ ৬২৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বউ যদি বেপরোয়া আর অবাধ্য হয় সে ক্ষেত্রে স্বামীর করনীয় কি????
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
সালাতুল হাজত পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন।
কোন আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমের কাছ থেকে পানি পড়া এনে স্ত্রীকে খাইয়ে দিন।
স্ত্রী ঘুমন্ত অবস্থায় তার শিয়রে গিয়ে এই আয়াতটি পড়ে তার মাথায় ও মুখে ফু দিন।
اِنِّیۡ تَوَکَّلۡتُ عَلَی اللّٰہِ رَبِّیۡ وَرَبِّکُمۡ ؕ مَا مِنۡ دَآبَّۃٍ اِلَّا ہُوَ اٰخِذٌۢ بِنَاصِیَتِہَا ؕ اِنَّ رَبِّیۡ عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ
আমি তাে আল্লাহর উপর ভরসা করেছি, যিনি আমার প্রতিপালক এবং তােমাদেরও প্রতিপালক। ভূমিতে বিচরণকারী এমন কোনও প্রাণী নেই, যার ঝুঁটি তার মুঠোয় নয়। ৩৮ নিশ্চয়ই আমার প্রতিপালক সরল পথে রয়েছেন, ৩৯
—হুদ - ৫৬
তাফসীরঃ
৩৮. অর্থাৎ ছােট - বড় সকল প্রাণী তাঁরই এখতিয়ার ও ক্ষমতার অধীন। সকলেই তার নিয়ন্ত্রণাধীন। তিনি নিজ ইচ্ছামত যাকে যে দিকে ইচ্ছা পরিচালিত করেন। যে যত বড় শক্তিমানই হােক আল্লাহর ক্ষমতা বলয়ের বাইরে যাওয়ার বা তার ধরা হতে বেঁচে যাওয়ার সাধ্য কারও নেই। আমি সেই সর্বশক্তিমানের উপরই ভরসা করেছি। সুতরাং তােমরা আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই আঁট না কেন, আমি গ্রাহ্য করি না। -অনুবাদক
৩৯. অর্থাৎ, আল্লাহ তাআলা নিজ বান্দাদের জন্য সরল - সােজা পথ নির্ধারণ করে দিয়েছেন। সে পথে চললেই আল্লাহ তাআলাকে পাওয়া যায়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন