প্রশ্নঃ ৬১২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম।
আমার প্রশ্নটি হলো:
আমরা অনেকেই মোবাইলে কোরান অ্যাপ ডাউনলোড করে রাখি। আবার সফরে বা অফিসে কাজে থাকা অবস্থায় টয়লেটে যাওয়ার সময় পকেটে মোবাইল নিয়েই চলে যাই।
এমতাবস্থায় আমাদের করনীয় কি?
অগ্রীম ধন্যবাদ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ওয়ালাইকুমুস সালাম,
ইতিমধ্যে এ বিষয়ে উত্তর দেয়া হয়েছে. যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা আগে সার্চ অপশনে খুঁজে দেখুন। এই সম্পর্কিত ২টি উত্তর নিচে সংযুক্ত করা হল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৩৭৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোবাইল এ কুরআন এপ্স রাখা যাবে? অনেক সময় মোবাইল সাথে নিয়ে পাবলিক টয়লেটে ঢুকতে হয়। কুরআন হাদিসের আলোকে জানাবেন দয়া করে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মোবাইলে কুরআনে কারীমের অ্যাপস রাখা জায়েয হবে। যেহেতু মোবাইলের অ্যাপস শারীরিক নয়, অশারীরিক। যেমনটি হাফেযে কুরআনের হৃদয়ে কুরআনে কারীম অশারীরিকভাবে আছে। আর এই কুরআন নিয়ে সে বাথরুমে যেতে পারে। ঠিক তেমনি মোবাইলের ভিতর কুরআনে কারীমের অ্যাপস থাকলে সেই মোবাইল ও অ্যাপস নিয়ে বাথরুমে যেতে পারবেন।
دُخُول الْخَلاَءِ بِمُصْحَفٍ
13 - ذَهَبَ الْحَنَفِيَّةُ وَالشَّافِعِيَّةُ إِِلَى أَنَّهُ يُكْرَهُ - وَلاَ يَحْرُمُ - أَنْ يَدْخُل الْخَلاَءَ وَمَعَهُ خَاتَمٌ عَلَيْهِ اسْمُ اللَّهِ تَعَالَى أَوْ شَيْءٌ مِنَ الْقُرْآنِ تَعْظِيمًا لَهُ، قَال الْقَلْيُوبِيُّ: هُوَ مَكْرُوهٌ وَإِِِنْ حَرُمَ مِنْ حَيْثُ الْحَدَثُ، وَهُوَ ظَاهِرُ كَلاَمِ الْحَنَابِلَةِ، لِمَا وَرَدَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِِذَا دَخَل الْخَلاَءَ وَضَعَ خَاتَمَهُ (2) ، قَال فِي شَرْحِ الْمُنْتَهَى: وَجَزَمَ بَعْضُهُمْ بِتَحْرِيمِهِ فِي الْمُصْحَفِ، وَقَال صَاحِبُ
الإِِِْنْصَافِ: لاَ شَكَّ فِي تَحْرِيمِهِ قَطْعًا مِنْ غَيْرِ حَاجَةٍ.
وَذَهَبَ الْمَالِكِيَّةُ إِِلَى أَنَّهُ يَحْرُمُ دُخُول الْخَلاَءِ سَوَاءٌ أَكَانَ كَنِيفًا أَوْ غَيْرَهُ بِمُصْحَفٍ، كَامِلٍ أَوْ بَعْضِ مُصْحَفٍ، قَالُوا: لَكِنْ إِِنْ دَخَلَهُ بِمَا فِيهِ بَعْضٌ مِنَ الآْيَاتِ لاَ بَال لَهُ - أَيْ مِنْ حَيْثُ الْكَثْرَةُ - فَالْحُكْمُ الْكَرَاهَةُ لاَ التَّحْرِيمُ.
قَالُوا: وَإِِِنْ خَافَ ضَيَاعَهُ جَازَ أَنْ يَدْخُل بِهِ مَعَهُ بِشَرْطِ أَنْ يَكُونَ فِي سَاتِرٍ يَمْنَعُ وُصُول الرَّائِحَةِ إِِلَيْهِ، وَلاَ يَكْفِي وَضْعُهُ فِي جَيْبِهِ، لأَِنَّهُ ظَرْفٌ مُتَّسِعٌ (1) .
الموسوعة الفقهية
والله اعلم بالصواب
উত্তর দাতা:
প্রশ্নঃ ৪৩৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুমআমার প্রশ্ন হচ্ছে মোবাইলে কি কুরআন শরীফ রাখা জাবে??আর কুরআন শরীফ রাখলে অন্য কিছু রাখা যাবে কি না??উত্তর দিলে অনেক উপকৃত হব
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
একজন মুমিনের হৃদয়ে কুরআনুল কারীম থাকবে। তিনি স্মৃতি (মুখস্থ) থেকে বারবার কুরআন পড়বেন।
তদ্রুপ মোবাইলেও কুরআনুল কারীম থাকবে। সেখান থেকে মাঝে মাঝে তিনি পড়বেন। এতে কোনো অসুবিধে নেই।
অবশ্য লক্ষনীয় বিষয় হলো, যে মোবাইলে কুরআনুল কারীম থাকবে, সে মোবাইলে অশ্লীল ও অন্যায় কিছু থাকবে না।
এমন যেন না হয়, অশ্লীলতাকে প্রাধান্য দিয়ে তার স্থান মোবাইলে হয়ে গেল। কুরআনুল কারীম মোবাইল থেকে ডিলিট করে দেওয়া হল।
আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কুরআন পড়া, বুঝা ও আমল করার তৌফিক নসিব করেন।
আমীন
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন