প্রশ্নঃ ৬০৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ -হাতের বগলের চুল কতদিন পর পর পরিষ্কার করতে হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গোঁফ ছাটা, নাক থেকে ঝুলে পড়া পশম কাটা, বগলের পশম উপড়ে ফেলা, লজ্জাস্থানের আশপাশের পশম মুন্ডন করা, হাত পায়ের নখ কাটা প্রতি সপ্তাহে এসব পরিষ্কার করা সুন্নত।
সর্বোচ্চ ৪০ দিনের ভিতরে অবশ্যই পরিষ্কার করতে হবে।
উল্লেখ্য, নাকের ভেতরের পশম কাটা বা উপোড়ানো উচিত নয়। শুধুমাত্র যেগুলো বের হয়ে ঝুলে পড়বে সে অংশ কেটে ফেলবে। বগলের পশম উপড়ে ফেলবে। কাটবে না। মুন্ডন করবে না। (অবশ্য যারা ভুলক্রমে কখনো বগলের পশম মুন্ডন করেছে। তারা এখন ইচ্ছে করলেও তা উপড়াতে পারবে না। তারা জীবনের শেষ দিন পর্যন্ত বাধ্য হয়ে ভুলের উপরে থাকতে হবে।)
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، كِلاَهُمَا عَنْ جَعْفَرٍ، - قَالَ يَحْيَى أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، - عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ أَنَسٌ وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ الأَظْفَارِ وَنَتْفِ الإِبْطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لاَ نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً .
আনাস ইব্নু মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
গোঁফ ছাঁটা, নখ কাটা এবং বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নীচের লোম ছেঁচে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল যে আমরা তা চল্লিশ দিনের অধিক দেরি না করি।
সহিহ মুসলিম, হাদিস নং ৪৮৭
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন