আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৬০৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহজনাব, আমার প্রশ্ন হলো:- ১, নামাজে সেজদা অবস্থা আল্লাহর কাছে কোন কিছু চাইলে বা দোয়া করব। কোন নামাজে ফরজ সুন্নাত নাকি নফল নামাজে চাইব? ২, আমার কাছে কোন একজন কে ভাল লাগে তাকে কি জীবন সঙ্গী করে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারব কি ?

১১ মে, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




১. নফল নামাযের সাজদায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন এবং সেই দোয়াগুলো নবীজির শেখানো দোয়া হতে হবে। ফরয বা ওয়াজিব নামাযের সাজদায় দোয়া করা প্রমাণিত নয়। যে দোয়াগুলো সাজদায় করতে পারবেন সেগুলো আমাদের এই অ্যাপে দোয়া সেকশনে গিয়ে একবারে নিচের দিকে পেয়ে যাবেন।

২. আল্লাহ তাআলার কাছে এভাবে বলুন,
আল্লাহ! যদি তার সঙ্গে আমার দুনিয়া ও আখিরাতের জীবন কল্যাণ হয় তাহলে তাকে মিলিয়ে দাও। আর যদি কল্যাণ না হয়, তবে আমার দিল থেকে তাকে ভুলিয়ে দাও এবং তার চেয়ে উত্তম ব্যবস্থা করে দাও।

উল্লেখ্য, বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা হারাম।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন