আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জাতিসংঘের বিভিন্ন প্রজেক্টে চাকুরি করা কি জায়েয?

প্রশ্নঃ ৫৩৬২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। জাতিসংঘের বিভিন্ন প্রজেক্ট আমাদের দেশের বিভিন্ন জেলায় হয়ে থাকে। জাতিসংঘের আন্ডারে UNICEF, UNDP, WHO, এরা কিছু ইঞ্জিনিয়ার ও নিয়োগ দেন। প্রশ্ন হল যে ওদের সাথে কাজ করা যাবে কিনা বা ওদের প্রজেক্টে চাকরি করা যাবে কিনা??

২ মে, ২০২৪
ঢাকা ১২১৬

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রিয় প্রশ্নকারী ভাই, চাকুরির ধরণ কী; তা আপনি পরিষ্কার করে বলেন নি! তাই এক্ষেত্রে মুলনীতি বলে দিচ্ছি, তাহল এই যে, যে সকল প্রতিষ্ঠানে চাকরি করলে নিজের ঈমান-আমলের ক্ষতি হবার সম্ভাবনা থাকে, সে সকল প্রতিষ্ঠানে চাকরি করা জায়েয নয়। আর ঈমান-আমলের ক্ষতির সম্ভাবনা না থাকলে চাকরি করা নিষেধ নয়। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়েদা ২)

এ হিসেবে আপনি নির্দিষ্ট করে নিতে পারবেন, উক্ত প্রজেক্টগুলোতে চাকরি করার ব্যাপারে কী হুকুম হবে। এরপরেও যদি বুঝে না আসে তাহলে একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনার চাকরি সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে মাসআলা জেনে নিবেন। আল্লাহ তাআলা বলেন,

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

যদি তোমরা না জানো, তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর। (সূরা আননাহল ৪৩)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন