বাধ্য হয়ে দাঁড়িয়ে পেশাব করা
প্রশ্নঃ ৫১৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা কোম্পানিতে কাজ করি, যেখানে বাথরুমে কোমোট থাকায় বসে প্রস্রাব করার অসুবিধা হয়। এমতাবস্থায় আমি কি করতে পারি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পেশাব পায়খানার জন্য পায়ের পাতার উপর ভর করে বাম উরু পেটের সঙ্গে সামান্য চেপে বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে বিগত একশত বছর পূর্ব পর্যন্ত এই ধারা প্রচলিত ছিল। বর্তমানে হাই কমোডের বহুল প্রচলনের কারনে এই নিয়মের ব্যত্যয় ঘটেছে। সময় সুযোগ থাকলে সুন্নত তরিকায় বসা চাই। অনন্যপায় অবস্থায় হাই কমোড ব্যবহারের জন্য উত্তম পদ্ধতি হলো- প্রথমে টিসু পেপার দিয়ে কমোড ভালোভাবে মুছে শুকিয়ে নেয়া। অতঃপর শরীরের নিম্নাংশে পরিধেয় বস্ত্র খুলে পায়খানা পেশাব করা। এতে নাপাকি লেগে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। কাপড়ে ছিটেফোঁটা লাগবে না। অবশ্য কোথাও যদি বদ্ধ টয়লেট না পাওয়া যায়, শুধুমাত্র দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা থাকে। সে ক্ষেত্রে সতর্কতার সঙ্গে ধীরে ধীরে পেশাব করা। এরপর টিসু দিয়ে মুছে ফেলা। এরপর পানি ব্যবহার করা। (পেশাব করার পর শুধু টিস্যু ব্যবহার করলেও যথেষ্ট হবে) আপনার প্রশ্নে বর্ণিত অবস্থায় কাপড়ে সামান্য নাপাকি লেগে গেলে ঐ অংশটুকু অবশ্যই ধুয়ে নিতে হবে। ধোয়ার পর ঐ কাপড় পরে নামায পড়া যাবে।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন