নিয়ত করতে হয় ‘পড়তে হয় না
প্রশ্নঃ ৪৯৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাধারণত আমাদের মনের সব কথাই আল্লাহপাক যানেন, তাহলে কি নামাজে দাঁড়িয়ে মুখে নিয়ত না করলে কি নামাজ হবে না?
মুখে নিয়ত করা ছাড়া নামাজ কবুল হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা অন্তর্যামী। আল্লাহ তাআলা সকলের হৃদয়ের গোপন কথাগুলো সম্পর্কেও পূর্ণাঙ্গ অবগত রয়েছেন। অন্তরের সংকল্পের নামই হলো নিয়ত।
নিয়ত অন্তরের কাজ। নিয়ত অন্তরে অন্তরে করতে হয়। নিয়ত বলার জিনিস নয়। সুতরাং আরবি কিংবা বাংলা মুখ্য নয়। অন্তরের সংকল্পের নাম হল নিয়ত। তারপরেও যদি আপনি মুখে বলতে চান, নিষেধ নেই। সে ক্ষেত্রে আপনি আপনার ভাষায় বলবেন,
উদাহরণ "আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দু'রাকাআত ফজরের নামায জামাতের সাথে আদায় করছি"- এভাবে বলবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন