আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪৭৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিকাশ থেকে আমারে ৩ টাকার মত ইন্টারেস্ট দিলো।এখন এই টাকা কি গ্রহণ করা কি যায়েয হবে???? হতে পারে আরও বেশি দেয়

১৬ ফেব্রুয়ারী, ২০২১
V৮QV+RX

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


এটি সুদ। এটি গ্রহণ করা হালাল হবে না।
এ টাকা অবশ্যই সদাকাহ করে নিজের মালিকানা থেকে বের করে দিতে হবে।

أنَّ النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم نهَى عن قرضٍ جرَّ منفعةً . وفي روايةٍ : كلُّ قرضٍ جرَّ منفعةً فهو ربًا

الراوي : علي بن أبي طالب | المحدث : الشوكاني | المصدر : الدراري المضية
الصفحة أو الرقم: 271 |
خلاصة حكم المحدث : في إسناده سوار بن مصعب وهو متروك ؛ وفي الباب من الأحاديث والآثار ما يشهد بعضها لبعض


وَالْوَاجِبُ فِي الْكَسْبِ الْخَبِيثِ تَفْرِيغُ الذِّمَّةِ وَالتَّخَلُّصُ مِنْهُ بِرَدِّهِ إِلَى أَرْبَابِهِ إِنْ عَلِمُوا، وَإِلاَّ إِلَى الْفُقَرَاءِ (3) .
আল মাওসূআ আল ফিক্বহিয়্যাহ

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন