বাথরুমে চুল ফেলা কি গুনাহ?
প্রশ্নঃ ৪৩৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক সময় বাথরুমে গোসলের সময় চুল পড়ে যা পাইপের মাধ্যমে ভিতরে চলে যায় বা বাথরুমের কমেডে ফেলে দি এতে কি গুনাহ হবে?
মুরগি মধ্যে কোন অংশ গুলা খাওয়া যায়না?? মুরগি কি শুধু বিসমিল্লাহ বলে জবাই করলে খাওয়া যায়??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন। বনি আদমের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ সম্মানিত। বিধায় শরীরের নখ, চুল, গোঁফ ও পশম ইত্যাদি নাপাকির মধ্যে বা নর্দমায় ফেলা উচিত নয়। বরং সম্ভব হলে অসম্মান হবে না এমন জায়গায় দাফন করে দেয়া উত্তম।
গোসলের সময় নিজের অজান্তে অথবা অনিচ্ছায় দু-একটি পশম বা চুল পানির সঙ্গে পাইপ দিয়ে নালায় চলে গেলে গুনাহ হবে না। তবে ইচ্ছাকৃতভাবে কমোডে চুল ফেলা উচিত নয়
মুরগি ও অন্যান্য হালাল পশুর ৭টি অংশ হারাম :
১. প্রবাহিত রক্ত।
২. নর প্রাণীর পুং লিঙ্গ।
৩. অন্ডকোষ।
৪. মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ।
৫. মাংসগ্রন্থি।
৬. মুত্রথলি।
৭. পিত্ত।
এছাড়া বাকি সবই খাওয়া জায়েজ।
وَأَمَّا بَيَانُ مَا يَحْرُمُ أَكْلُهُ مِنْ أَجْزَاءِ الْحَيَوَانِ الْمَأْكُولِ فَاَلَّذِي يَحْرُمُ أَكْلُهُ مِنْهُ سَبْعَةٌ: الدَّمُ الْمَسْفُوحُ، وَالذَّكَرُ، وَالْأُنْثَيَانِ، وَالْقُبُلُ، وَالْغُدَّةُ، وَالْمَثَانَةُ، وَالْمَرَارَةُ لِقَوْلِهِ عَزَّ شَأْنُهُ {وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ} [الأعراف: 157]
وَهَذِهِ الْأَشْيَاءُ السَّبْعَةُ مِمَّا تَسْتَخْبِثُهُ الطِّبَاعُ السَّلِيمَةُ فَكَانَتْ مُحَرَّمَةً.
(بدائع الصنائع، كتاب التضحية، باب صفة التضحية، فَصْلٌ فِي بَيَانُ مَا يَحْرُمُ أَكْلُهُ مِنْ أَجْزَاءِ الْحَيَوَانِ الْمَأْكُولِ-5/61، وكذا فى الفتاوى الهندية-5/290، وفى رد المحتار، كتاب الأضحية
الغُدَّةُ والغُددَةُ: كُلُّ عُقْدَةٍ فِي جَسَدِ الإِنسان أَطاف بِهَا شَحْم. والغُدَدُ: الَّتِي فِي اللَّحْمِ، (لسان العرب، فصل الغين المعجمة
সুতরাং রগজাতীয় যাবতীয় বস্তুই খাওয়া থেকে বিরত থাকা চাই।
হালাল প্রাণী হালাল উপায়ে মালিক হওয়ার পর "বিসমিল্লাহ" বলে জবাই করলে খাওয়া হালাল হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন