সন্ধ্যার পর পরিধেয় কাপড় বাইরে রাখা কি ঠিক?
প্রশ্নঃ ১১৯৮৪১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সন্ধ্যার পর পরিধেয় কাপড় বাইরে রাখা ঠিক নয়,,কিন্তু আমি সিঁড়িতে দড়ি টাঙিয়ে সেখানে কাপড় শুকাতে দেই এবং কাপড় ভিজা থাকলে রাতে সেখানে রেখে দি,বলে রাখা ভালো আমাদের সিঁড়ি বাইরে বারান্দাতে অবস্থিত, আমার প্রশ্ন হলো আমি কি এই অবস্থায় রাতে কাপড় সেখানে রাখতে পারবো?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামী দৃষ্টিকোণ থেকে রাতে কাপড় বাইরে শুকাতে রাখা নিষিদ্ধ নয়। কুরআন বা সহিহ হাদিসে এমন কোনো দলিল নেই যে মাগরিবের পর বাইরে কাপড় ঝুলিয়ে রাখা হারাম বা গুনাহ।
আমাদের সমাজে বিভিন্ন ধরণের কথা প্রচলিত আছে, এর কোন ভিত্তি নাই।
তবে একটি হাদীসে এভাবে বর্ণিত হয়েছে,
عَطَاءٌ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ، أَوْ أَمْسَيْتُمْ، فَكُفُّوا صِبْيَانَكُمْ، فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ، فَإِذَا ذَهَبَتْ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَخَلُّوهُمْ، وَأَغْلِقُوا الأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ بَابًا مُغْلَقًا»
জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘যখন রাতের আধার নেমে আসবে অথবা বলেছেন, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদেরকে (ঘরে) আটকিয়ে রাখবে। কেননা এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাবে তখন তাদেরকে ছেড়ে দিতে পার। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।
সহীহ বুখারী ৩৩০৪।
https://muslimbangla.com/hadith/3072
যদিও সরাসরি কোন হাদীসে রাতে বাহিরে কাপড় রাখার ব্যপারে নিষাধাজ্ঞা আসেনি, তবে অনেক ওলামায়ে কেরাম উক্ত হাদীসের আলোকে বলেন যে, রাতে শয়তান ছড়িয়ে পড়ে, জিন্নাত চলাফেরা করে, তাদের বাতাস কাপড়ে লাগার দ্বারা রোগ-বালাই হতে পারে। তাই আমরা একান্ত অপরাগতা ছাড়া রাতে বাহিরে খোলামেলা কাপড় না রাখাই উচিত।
کمافی صحیح مسلم : "قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ سَلَّمَ: لَا تُرْسِلُوا فَوَاشِيَكُمْ وَ صِبْيَانَكُمْ إِذَا غَابَتْ الشَّمْسُ حَتَّى تَذْهَبَ فَحْمَةُ الْعِشَاءِ فَإِنَّ الشَّيَاطِينَ تَنْبَعِثُ إِذَا غَابَتْ الشَّمْسُ حَتَّى تَذْهَبَ فَحْمَةُ الْعِشَاءِ." رواه مسلم. قال النووي : الْفَوَاشِي كُلّ مُنْتَشِر مِنْ الْمَال كَالْإِبِلِ وَ الْغَنَم وَ سَائِر الْبَهَائِم وَ غَيْرهَا ، وَ فَحْمَة الْعِشَاء ظُلْمَتهَا وَ سَوَادهَا، وَ فَسَّرَهَا بَعْضهمْ هُنَا بِإِقْبَالِهِ وَ أَوَّل ظَلَامه ، وَكَذَا ذَكَرَهُ صَاحِب نِهَايَة الْغَرِيب، قَالَ : وَ يُقَال لِلظُّلْمَةِ الَّتِي بَيْن صَلَاتَيْ الْمَغْرِب وَ الْعِشَاء : الْفَحْمَة ، وَ لِلَّتِي بَيْن الْعِشَاء وَ الْفَجْر الْعَسْعَسَة" اھ (کتاب الاشربة ، بَابُ الْأَمْرِ بِتَغْطِيَةِ الْإِنَاءِ وَ إِيكَاءِ السِّقَاءِ: ص 2012)۔
قال النووي رحمه الله :
" قَالَ أَهْل اللُّغَة : ( الْفَوَاشِي ) : كُلّ مُنْتَشِر مِنْ الْمَال كَالْإِبِلِ وَالْغَنَم وَسَائِر الْبَهَائِم وَغَيْرهَا , وَهِيَ جَمْع فَاشِيَة ; لِأَنَّهَا تَفْشُو , أَيْ : تَنْتَشِر فِي الْأَرْض " انتهى .
والمعنى في هذه الأحاديث : امنعوهم عن التردد والخروج من البيوت في ذلك الوقت ؛ فإن الليل محل تصرف الشياطين ، وحركتهم في أوّل انتشارهم أشدّ اضطرابا ، فيُخاف على الصبيان ذلك الوقت من إيذاء الشياطين لكثرتهم حينئذ .
راجع : "شرح النووي على مسلم" (13 / 185) - "غريب الحديث" للخطابي (1/448) - "التيسير بشرح الجامع الصغير" (1 / 83) .
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন